বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে কুমিল্লা
দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদল। সোমবার বিকালে 'লিডার আসছে...' ব্যানারে
নগরীর কান্দিরপাড় বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে কয়েকটি
রাস্তা ঘুরে আবার সেখানে এসে শেষ। এসময় তারা তারেক রহমানকে স্বাগত জানিয়ে
শ্লোগান দেয়।
মিছিলে অংশ নেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি
কাজী জোবায়ের আলম জিলানী, সিনিয়র সহ সভাপতি সোলায়মান মুন্সী, সাধারণ
সম্পাদক এমদাদুল হক ধীমান, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রবিনসহ শতাধিক
নেতাকর্মী।
এছাড়াও মিছিলে আরো অংশ গ্রহন করেন মহানগর ছাত্রদলের সভাপতি
নাহিদুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক ফাইয়াজ রশিদ প্রিমু৷ যুগ্ম সাধারণ
সম্পাদক আরমান রহমান, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনসহ অন্যান্য
নেতাকর্মীরা।
মিছিল শেষে মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুল ইসলাম রানা
বলেন, জেলা পর্যায় থেকে আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে
স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছি। এ উপলক্ষেই আমরা আজ স্বাগত মিছিল করেছি।
প্রান্তিক থেকেই আমরা নেতাকে স্বাগত জানাচ্ছি- তাঁর অপেক্ষায় আছি আমরা।
দক্ষিণ
জেলা ছাত্রদলের সিনিয়র সহ- সভাপতি সোলায়মান মুন্সী বলেন, বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন, দলের নেতাকর্মীরা আমরা সবাই
খুশি। তাই তাঁকে স্বাগত জানিয়ে আমরা আজ কুমিল্লায় মিছিল করেছি। মিছিলে
দক্ষিন জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে।
এর আগে সকালে
কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর
বিএনপির উদ্যোগে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে অনুষ্ঠানে
অংশগ্রহণ নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা জেলা ও মহানগর এর
বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
