মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫
৯ পৌষ ১৪৩২
শাহজালাল থার্ড টার্মিনালের ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৬ পিএম |


হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের প্রায় ৯০ কোটি টাকা বকেয়া পরিশোধ না করার মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসি’র দুই কর্মকর্তার জামিন বাতিল করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত শুনানি শেষে এক কোরিয়ান নাগরিক ও এক বাংলাদেশি কর্মকর্তার জামিন বাতিলের এই আদেশ দেন। 
কারাগারে পাঠানো দুই কর্মকর্তা হলেন- কোরিয়ান নাগরিক হিসক কিম এবং বাংলাদেশি নাগরিক মো. সায়েম চৌধুরী। এছাড়া এই মামলায় পলাতক থাকা আরও তিন কোরিয়ান নাগরিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তারা হলেন— কিউংজু কাং, ইর্য়কওয়ান চোই ও জুয়োক ইয়াং। 
মামলার নথি সূত্রে জানা যায়, সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠান ‘প্লিয়াডিস কনস্ট্রাকশন অ্যান্ড কনসাল্টিং লিমিটেডের’ ব্যবস্থাপনা পরিচালক মো. জুবায়ের আখতার চৌধুরী আদালতে এই মামলাটি দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পের আওতায় মাল্টি-লেভেল কার পার্কিং (এমএলসিপি), এক্সপোর্ট ও ইম্পোর্ট কার্গো টার্মিনালসহ আইপিপি, আইপিআর, জেনারেটর হাউস, এসটিপি, ডব্লিউএসএস, পিডব্লিউটিপি, এজিএস, আরএফএফএস সাবস্টেশনসহ মূল ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে প্লিয়াডিস কনস্ট্রাকশন। 
জুবায়ের আখতারের দাবি, চুক্তির বাইরে অতিরিক্ত কাজ করানো হলেও মূল ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসি দীর্ঘ সময় ধরে সেই পাওনা বাবদ প্রায় ৯০ কোটি টাকা পরিশোধ করেনি। বকেয়া পরিশোধের জন্য বারবার তাগাদা দিলেও অর্থ না পাওয়ায় এবং প্রতারণার শিকার হয়ে তিনি শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হন। আজ আসামিরা আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের স্থায়ী জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।  













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আড্ডার ঘরে রক্তের দাগ
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুমিল্লায় বিএনপির প্রস্তুতি সভা
আপনি যতবড় নেতাই হন তারেক রহমানের কাছে একজন কর্মী ছাড়া কিছুই না: জাকারিয়া সুমন
মনোনয়ন ফরম সংগ্রহ ঠিক হয়নি বললেন- সাবেক মেয়র সাক্কু
কুয়েতে প্রবাসী যুবকের মৃত্যু, দুর্ঘটনা না পরিকল্পিত হত্যা?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় বিএনপির ৩ বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
কুমিল্লায় ৫৪ টি মনোনয়নপত্র সংগ্রহ
দেবিদ্বারে ২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
কুমিল্লা-১০ আসনে নারী নেত্রী শিউলীর মনোনয়নপত্র সংগ্রহ
১২ ফেব্রুয়ারির নির্বাচনে ড. শফিকুর রহমানের নেতৃত্বে ইসলামী সরকার গঠিত হবে: এমদাদুল হক মামুন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২