জামায়াতে
ইসলামীর কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এমদাদুল হক মামুন বলেছেন
আগামী ১২ ই ফেব্রুয়ারি নির্বাচনে ড. শফিকুর রহমানের নেতৃত্বে ইসলামী সরকার
গঠিত হবে ,৮ দলীয় জোটসহ সকল জোট যেখানে যে মার্কা হবে সে মার্কায় ভোট দিয়ে
বিশেষ করে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইসলামী সরকার গঠন করতে হবে। আমরা
আশাবাদী কারন বাংলাদেশের জনগণ ইসলামের দিকে ঝুঁকছে।
গতকাল কুমিল্লা নগরীর ধর্মপুর এলাকায় জনসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি
আরও বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে সুদ, ঘুষ,দুর্নীতি ও মাদকের
বিরুদ্ধে লড়াই করছে। বাংলাদেশের ৮১% মানুষ সুদের সাথে জড়িত এবং প্রায় এক
কোটি ছেলে-মেয়ে মাদকের সাথে জড়িত। আমরা চাই ইসলামী সরকার গঠন করে সমাজকে
সুদ ও মাদকমুক্ত করতে।
উল্লেখ্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
কুমিল্লা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ
এর পক্ষে শুরু থেকে তিনি প্রচার প্রচারণা চালিয়ে আসছেন, সেই প্রচারণার অংশ
হিসেবে নগরীর সাতরা এলাকায় জনসংযোগ করেন তিনি।
জনসংযোগকালে জামায়াতে
ইসলামীর প্রার্থীর পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন দূর্গাপুর দক্ষিণ ইউনিয়ন
এর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আই আর আশিক আহমেদ শাহীন,ইউনিয়ন আমীর
অধ্যাপক নূরুল হুদা সিদ্দিকী, ইউনিয়ন সেক্রেটারী শরীফুল ইসলাম, ৩নং ওয়ার্ড
সেক্রেটারি রাশেদুল হক রাসেল,৪নং ওয়ার্ড সভাপতি, আব্দুল মান্নান, কুমিল্লা
মহানগর যুব বিভাগের বায়তুল মাল সেক্রেটারি এইচ এম মাহফুজুল হক সহ জামায়াতে
ইসলামীর কুমিল্লা মহানগরীর নেতৃবৃন্দরা।
