২০২৩
সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত
ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আহ্বান করেছে জাতীয়
বিশ্ববিদ্যালয়। আগামী ২৩ ডিসেম্বর ২০২৫ থেকে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত
অনলাইনে এ আবেদন করা যাবে।
সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করে ফি জমা দিলেই
পুনঃমূল্যায়নের আবেদন সম্পন্ন হবে। প্রকাশিত ফলাফলের উত্তরপত্র
পুনর্মূল্যায়ন ফি নির্ধারণ করা হয়েছে প্রতিপত্র এক হাজার টাকা।
আবেদনকারীদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের রি-ইভ্যালুয়েশন সেবায় প্রবেশ করে
অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। এরপর পে-স্লিপ ডাউনলোড করে নিকটস্থ
সোনালী ব্যাংকের যেকোনো শাখায় নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দিতে হবে।
এছাড়া সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নগদ, বিকাশ, রকেটসহ
বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা এবং আমেরিকান এক্সপ্রেস, ভিসা, ডিবিবিএল
নেক্সাস ও মাস্টারকার্ডের মতো কার্ড ব্যবহার করেও ফি পরিশোধ করা যাবে।
সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ নিজ হিসাব থেকে অনলাইনে অর্থ স্থানান্তরের
মাধ্যমেও আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের
আগে বা পরে আবেদন ফরম পূরণ, পে-স্লিপ ডাউনলোড এবং ফি জমা দেওয়া যাবে না।
ব্যাংকের প্রচলিত অন্য কোনো ফরমে টাকা জমা দিলে এবং এ কারণে পরবর্তীতে কোনো
জটিলতা সৃষ্টি হলে তার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না। ফি জমাদানের
সঙ্গে সঙ্গেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
পুনর্মূল্যায়নের আবেদন করার
সময় পত্রকোড অত্যন্ত সতর্কতার সঙ্গে পূরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভুল
পত্রকোডে আবেদন করলে পরবর্তীতে কোনোভাবেই সংশোধনের সুযোগ থাকবে না বলেও
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের
মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
প্রয়োজনে শিক্ষার্থীরা পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে
পারবেন।
