কক্সবাজারের
টেকনাফে সেন্ট মার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের সময়
এক হাজার ৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ২২ জন আটক করেছে
নৌবাহিনী।
মঙ্গলবার রাতে নিয়মিত টহল পরিচালনার সময় গভীর সমুদ্র থেকে তাদের আটক করে নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যাশা’।
নৌবাহিনীর
গণসংযোগ কর্মকর্তা বলেন, গোপন খবরে জানা যায়, একটি চক্র সাগরপথে শুল্ক
ফাঁকি দিয়ে বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট মিয়ানমারে পাচারের প্রস্তুতি
নিচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে সেন্ট মার্টিন ও আশপাশের এলাকায় টহল জোরদার করা
হয়।
রাতে সমুদ্র থেকে আটক ‘খাজা গরিব-ই-নেওয়াজ-৬’ এবং ‘মা বাবার দোয়া-১০’ নামের নৌকা দুটি থেকে ১৫০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।
জব্দ করা বোট, সিমেন্ট এবং আটক ২২ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় নৌবাহিনী।
নৌবাহিনী
জানায়, সমুদ্রসীমার নিরাপত্তা, সুশাসন প্রতিষ্ঠা এবং চোরাচালানসহ সব ধরনের
অপরাধমূলক কর্মকাণ্ড দমনে তাদের অভিযান ও টহল অব্যাহত থাকবে।
