দল
ক্ষমতায় এলে এবং আমি নির্বাচিত হলে হোমনা তিতাসে সিএনজি স্ট্যান্ড থেকে
জিপির নামে চাঁদাবাজি ও মাদক নির্মূল করা হবে। যুবকদের কর্ম সংস্থানের
মাধ্যমে বেকারত্ব দূর করে একটি আধুনিক উপজেলা বিনির্মাণ করা হবে।
কুমিল্লা-২
(হোমনা-তিতাস) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক
সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া হোমনায় শুভাগমন উপলক্ষে হোমনা উপজেলা ও পৌর
বিএনপি আয়োজনে গণমিছিলের পূর্বে ১০ ডিসেম্বর বুধবার বেলা সাড়ে ১১টা সময়
হোমনা পৌর সভা সংলগ্ন বালুর মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা
বলেন।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আরো বলেন, বিএনপি জনগণের দল, বিগত ১৭ বছর
আপনারা ভোট দিতে পারেন নাই, এবার আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।
অনেকে সন্দিহান-১৭ বছর পারি নাই; এবার পারবো তো? আপনারা ভোট দিতে যাবেন,
আমরা ভোট কেন্দ্র পাহারা দিবো। আমার নেতা তারেক রহমান সাহেবের পরিকল্পনা
মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করা, কৃষকদের জন্য কার্ড করা। এদেশের মহিলারা
সব থেকে বেশি ভোট দিয়েছেন ম্যাডাম খালেদা জিয়াকে; ধানের শীষকে। যারা মনে
করে ঘরে ঘরে গিয়ে মহিলাদের ভোট নিবেন, সেটা ভুলে যান। আমরা অনেক এগিয়ে
রয়েছি।
তিনি জনগণকে উদ্দেশ্য করে বলেন, "ভিজিএফ এর কার্ডের জন্য টাকা দিতে হবে না, আপনারা বিনা পয়সায় সেগুলো পাবেন।"
এছাড়াও
তিনি বিএনপির মনোননয়ন প্রত্যাশী অন্য প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা
মান-অভিমান ভুলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, ম্যাডাম খালেদা জিয়ার,
তারেক রহমানের ধানের শীষের পক্ষে কাজ করেন। যদি তা না করে স্বতন্ত্র
প্রার্থী হিসেবে নির্বাচন করেন; তাহলে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর
রহমান, ম্যাডাম খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষের ছবি দিয়ে করা
ব্যানার, ফেস্টুন নামিয়ে ফেলেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি এগুলো না সরান;
তাহলে প্রশাসনকে বলবো যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের ছেলেরা এগুলো
নামিয়ে ফেলতে পারে!"
হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুলের সঞ্চালনায়
বিশেষ
অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার,
সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, তিতাস উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওসমান
গণি, সাধারন সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, বাঞ্ছারামপুর উপজেলা
বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ, হোমনা পৌর বিএনপির সভাপতি মোঃ
ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক
যুগ্ম-আহ্বায়ক মোঃ জাকির হোসেন, তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি আলী হোসেন
মোল্লা, মহিলাদল সভানেত্রী সেফালী বেগম, যুবলদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ জহিরুল
ইসলাম জহির (জিএস)সহ হোমনা-তিতাস উপজেলার বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের
নেতাকর্মী উপস্থিত ছিলেন।
