বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
২৬ অগ্রহায়ণ ১৪৩২
বিএমএ কুমিল্লার সাবেক সভাপতি ডা. শহীদুল্লাহর ইন্তেকাল
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৩ এএম আপডেট: ১০.১২.২০২৫ ১:৩১ এএম |




  বিএমএ কুমিল্লার  সাবেক সভাপতি  ডা. শহীদুল্লাহর ইন্তেকালনিজস্ব প্রতিবেদক: 
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লার সাবেক সভাপতি ও প্রবীণ চিকিৎসক ডা. শহীদুল্লাহর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ আসর কুমিল্লা টাউন হল মাঠে জানাজা শেষে নগরীর টমছমব্রিজ কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে ভোরে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবীণ এই চিকিৎসক ছিলেন কুমিল্লার চিকিৎসা অঙ্গনের এক প্রভাবশালী ও প্রাণবন্ত ব্যক্তিত্ব। তিনি বিএমএ কুমিল্লার সাবেক সভাপতি, কুমিল্লা ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা টাউন হলের কাউন্সিলর, মিডল্যান্ড হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ময়নামতি মেডিকেল কলেজের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কুমিল্লা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, অন্ধ কল্যাণ সংস্থা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন।
ডা. শহীদুল্লাহ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কুমিল্লার প্রতিষ্ঠাতা সভাপতি এবং স্বাচিপ কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্যও ছিলেন।
শিক্ষাজীবনে তিনি ১৯৫৭ সালে এসএসসি পাস করেন এবং ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। সিলেট মেডিকেল কলেজে অধ্যয়নকালে ১৯৬২ সালে বৃহত্তর সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ছয় দফা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন, মহান মুক্তিযুদ্ধ এবং এরশাদবিরোধী আন্দোলনসহ সব ক্ষেত্রেই তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
নীতির প্রতি অবিচল থাকা, আদর্শিক দৃঢ়তা এবং মানবসেবা ছিল তার জীবনদর্শন। তার মৃত্যুতে কুমিল্লার চিকিৎসা ও সামাজিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
আসন্ন নির্বাচনে পুলিশের অতীত বদনাম ঘুচানোর চেষ্টা হবে
দুর্নীতিমুক্ত দেশ গড়তে একসাথে কাজ করতে হবে: জেলা প্রশাসক
গৃহবধূকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন
রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ বুধবার , এরপর তফসিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
ইস্টার্ন মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস উদ্যাপন
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
৯ ডিসেম্বর দাউদকান্দি মুক্ত দিবস
কুমিল্লায় মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণ ও খালেদাজিয়ার রোগমুক্তির কামনায় দোয়া মাহফিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২