নিজস্ব
প্রতিবেদক।। বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কুমিল্লায় উদযাপিত হয়েছে জাতীয়
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ। সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব-এ
প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার দুপুরে কুমিল্লা নগরীর ঝাউতলায় একটি হোটেলে
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট উদ্যোগে দিবসটি পালিত হয়।
দিবস
উপলক্ষে আয়োজিত সেমিনারে কুমিল্লার কাস্টমস কমিশনার মো. আব্দুল মান্নান
সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার মো.
আবদুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী কর অঞ্চলের কর
কমিশনার শাহ্ মুহাম্মদ ইত্তেদা হাসান এবং কুমিল্লা চেম্বারের সিনিয়র
সহ-সভাপতি জামাল আহমেদ।
সেমিনারে বক্তারা বলেন, ভ্যাট নিবন্ধন ও ভ্যাট
পরিশোধকে আরও সহজ, উৎসাহব্যঞ্জক এবং প্রযুক্তিনির্ভর করতে কমিশনারেট নানা
উদ্যোগ নিচ্ছে। তবে পুরো ভ্যাট ব্যবস্থাকে স্বচ্ছ করতে সবচেয়ে প্রয়োজন
ক্রেতাদের সচেতনতা বৃদ্ধি। কেনাকাটার সময় ভ্যাট চালান গ্রহণ করলে ভ্যাট
ফাঁকি রোধ হবে এবং সরকারি রাজস্ব বাড়বে।
বক্তারা আরও বলেন, দেশের
উন্নয়নকে টেকসই করতে কর প্রশাসন, ব্যবসায়ী ও করদাতাদের সমন্বিত ভূমিকা
অপরিহার্য। বিজয়ের মাসে আয়োজিত এ কর্মসূচি ভ্যাট সম্পর্কে জনসচেতনতা
বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।
