কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ভাবকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করা হয়েছে।
বুধবার
(১০ ডিসেম্বর) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে
ফটকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ উন্নয়ন ফোরামের সভাপতি ও লন্ডনের
বিসমিল্লাহ গ্রুপের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইন,
কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য ও আল মামুন ফাউন্ডেশনের
চেয়ারম্যান মোঃ ফরহাদ উদ্দিন,বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ
আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার
হোসেন, ইউপি সদস্য আব্দুল করিম, ভাবকপাড়া জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক মোঃ শহীদুল্লাহ্, ভাবকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক মোহাম্মদ আলী,সাবেক শিক্ষক আব্দুল খালেক,কাপাশতলা সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, মাওলানা শফিকুর রহমান প্রমুখ। তারা
ফটক উদ্বোধনের পরে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
বিদ্যালয়ের
শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী এই নতুন সংযোজনকে বিদ্যালয়ের জন্য একটি
গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। নবনির্মিত এই ফটক শুধুমাত্র
বিদ্যালয়ের নিরাপত্তা বৃদ্ধি করবে না বরং শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক
সৌন্দর্যেও নতুন মাত্রা যোগ করবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ
আলী বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমাদের বিদ্যালয়ে একটি প্রধান ফটক
দীর্ঘ দিনের চাহিদা ছিল। ফটকটি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার
পাশাপাশি অভিভাবক ও অতিথিদের জন্যও আরও স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার পরিবেশ
তৈরি করবে। ব্যাক্তিগত অর্থায়নে দৃষ্টিনন্দন ফটকটি নির্মাণ করায় আমরা
আবদুল্লাহ আল মামুনকে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও
এলাকাবাসীর পক্ষ অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
বিসমিল্লাহ গ্রুপের
চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, "ছোটবেলা থেকেই আমি আমাদের গ্রামের
উন্নয়ন নিয়ে কাজ করছি। বিশ্বের যেখানেই থাকিনা কেন, গ্রামের প্রতি আমার
সবসময় মায়া কাজ করে। আজকের এই বিশেষ দিনে ভাবকপাড়া সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের নবনির্মিত ফটকটি উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত এবং একইসাথে
আবেগাপ্লুত। প্রাথমিক বিদ্যালয়গুলি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, এই
প্রতিষ্ঠানগুলো রক্ষা করতে আমাদের সকলের জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে
হবে। শিক্ষার মূল স্তর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা। তাই এই প্রতিষ্ঠানগুলোর
প্রতি আমাদের বিশেষ নজর দিতে হবে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। এবং
আপনাদের সকল প্রয়োজনে আমাকে স্মরণ করবেন আমি আমার সাধ্যমত আপনাদের সহযোগিতা
করব।
