বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২
দেবিদ্বারে জামায়াতর প্রার্থী সাইফুল ইসলাম শহীদের ব্যাপক গণসংযোগ
শাহীন আলম
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১:০৩ এএম |


কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলার জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ করেন।
বুধবার (১০ ডিসেম্বর) বিকালেদেবিদ্বার উপজেলার মোহনপুর বাজারে বিপুল সংখ্যক নেতা কর্মী নিয়ে গণসংযোগ করেন তিনি। এ গণসংযোগে উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। গণসংযোগ-কালে তিনি বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান এবং বাজারে ব্যবসায়ীসহ এলাকার ব্যক্তিবর্গের সাথে কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, দাঁড়িপাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক। এ দাঁড়িপাল্লা প্রতিকীকে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে  দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে বলেও জানান তিনি। জামায়াতের এ প্রার্থী আরও বলেন, আমরা এমন একটি সহনশীল রাষ্ট্র কাঠামো চাই যে রাষ্ট্র কাঠামো জনমানুষের কাছে জবাবদিহিতা করবে। জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করবে। এ দেবিদ্বারে গত ১৬ বছর উন্নয়ন বঞ্চিত ছিল। এলাকার রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট ও অবকাঠামোগত কোন উন্নয়ন নেই। জামায়াত ক্ষমতায় এলে দেবিদ্বারের সকল অবকাঠামো উন্নয়ন করা হবে। 
গণসংযোগের সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান, জেলা কর্ম পরিষদ সাবেক সদস্য অধ্যাপক আবদুল মান্নান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হুদা, মাওলানা শরীফুল ইসলাম সরকার, মোহনপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোজাম্মেল হক বাচ্চু, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবু মুছা মাস্টার, চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম খান মিজান, মাওলানা শহীদুল্লাহ ভুঞা, মাওলানা রফিকুল ইসলাম ভূঞা সহ শতশত নেতাকর্মী।

 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ
কুমিল্লা সিটি কর্পোরেশনের সব অফিস তামাকমুক্ত ঘোষণার দাবিতে মতবিনিময় সভা
গোমতীর উত্তরের জনপদকে নগরায়নে রূপ দেওয়া হবে
‘প্রতিযোগিতা’ করে সড়ক বিভাজকের গাছে ফেস্টুন
১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি, কারা পেলেন মনোনয়ন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের ঐক্যের ঘোষণা
দুর্নীতিমুক্ত দেশ গড়তে একসাথে কাজ করতে হবে: জেলা প্রশাসক
বিএমএ কুমিল্লার সাবেক সভাপতি ডা. শহীদুল্লাহর ইন্তেকাল
স্কুলে ভর্তির লটারি কাল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২