কুমিল্লার লালমাই থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. নুরুজ্জামান। তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : শহীদুল ইসলাম এর বদলি হওয়ার কারণে মঙ্গলবার (৯ ডিসেম্বর) লালমাই থানার দায়িত্বভার গ্রহণ করেন। নবাগত ওসি এর আগে চট্টগ্রাম জেলার পটিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
লালমাই থানায় দায়িত্ব গ্রহণ করার পর নবাগত ওসি মো. নুরুজ্জামান তার প্রতিক্রিয়া বলেন, এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, বাল্যবিবাহ, অনলাইন জুয়া সহ বিভিন্ন অপরাধ দমনে সর্বোচ্চ চেষ্টা করব। সুষ্ঠু নির্বাচন, এলাকার নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠন করতে সকলের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন।
