কুমিল্লা-৯
(লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াতের প্রার্থী জামায়াতে ইসলামী মনোনীত সংসদ
সদস্য প্রার্থী দলটির কেন্দ্রীয় সূরা সদস্য ও কুমিল্লা (দক্ষিণ) জেলা
সেক্রেটারী ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকীর সমর্থনে শনিবার (২২
নভেম্বর) বিশাল মোটরসাইকেল শো-ডাউন করেছে। এদিন সকাল সাড়ে আটটা থেকে
জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে লাকসাম
ষ্টেডিয়ামে এসে জড়ো হতে থাকেন।
সকাল সাড়ে দশটার দিকে প্রায় দুই হাজার
মোটরসাইকেল নিয়ে এই শো-ডাউন শুরু করেন তাঁরা। মোটরসাইকেলের পাশাপাশি
মাইক্রোসহ কমপক্ষে অর্ধশত অন্যান্য গাড়ি নিয়ে শো-ডাউনে অংশগ্রহণ করেন
জামায়াতের উর্ধতন নেতৃবৃন্দ।
একটি সূত্র জানায়, বাংলাদেশে জামায়াতে
ইসলামী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আজ শনিবার (২২ নভেম্বর)
সারাদেশে একযোগে তাঁদের মনোনীত প্রার্থীদের
সমর্থনে প্রচারণার অংশ হিসেবে মোটরসাইকেল শো-ডাউন করছেন।
জামায়াতের
মনোনীত প্রার্থী ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকীর সমর্থনে ও
দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে শো-ডাউনে অংশগ্রহণ করা নেতাকর্মীদের
মূর্হমূহু মিছিলে প্রকম্পিতো হয়ে ওঠে লাকসাম-মনোহরগঞ্জের বিভিন্ন
হাট-বাজার, ইউনিয়ন ও গ্রামগুলো। বিগত তিন যুগের মধ্যে লাকসাম-মনোহরগঞ্জে
এটিই হলো জামায়াতের স্মরণকালের সবচেয়ে বিশাল শো-ডাউন। জাতীয় পতাকা,
ব্যানার, পোস্টার ও দলীয় পতাকায় শোভিত মোটরসাইকেল বহরটি ছিলো অত্যন্ত
শৃঙ্খলাপূর্ণ।
শো-ডাউন পূর্বে লাকসাম ষ্টেডিয়ামে সংক্ষিপ্ত বক্তব্যে ড.
সৈয়দ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন,
‘আমাদের লক্ষ্য লাকসাম ও মনোহরগঞ্জ এলাকাকে নৈতিক ও উন্নত শহরে পরিণত করা।
জনগণের ভোটের মাধ্যমে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ
প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। যেখানে দেশ
সন্ত্রাস ,দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত হবে।’
তিনি আরো বলেন,
‘তরুণরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তারা পরিবর্তনের দূত হয়ে উঠেছে। আমি
বিশ্বাস করি, কুমিল্লা-৯ আসনের ভোটারগণ এবার সত্যিকারের জনগণের প্রতিনিধিকে
বেছে নেবেন। আমি নির্বাচিত হলে জনগণের সেবক হয়ে কাজ করবো ইনশাল্লাহ।
সকাল
সাড়ে দশটায় লাকসাম ষ্টেডিয়াম থেকে উৎসবমুখর পরিবেশে মোটরসাইকেল শো-ডাউন
শুরু করে। তাঁরা লাকসাম ও মনোহরগঞ্জের ১৯টি ইউনিয়নের বিভিন্ন এলাকা
প্রদক্ষিণের সময় সড়কের দু’পাশে পথচারী ও স্থানীয় জনতা হাত নেড়ে তাঁদের
অভিনন্দন জানান।
মোটরসাইকেল শো-ডাউনে অংশ নেন লাকসাম-মনোহরগঞ্জের
জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক। শো-ডাউন চলাকালে
জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।
জামায়াতে
ইসলামীর লাকসাম পৌরসভা আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী বলেন, ‘আজকের
শো-ডাউন প্রমাণ করেছে কুমিল্লা-৯ আসনের মানুষ এ কে এম সরওয়ার উদ্দিন
সিদ্দিকীর নেতৃত্বে ঐক্যবদ্ধ। আসন্ন নির্বাচনে আমরাই বিজয়ী হবো ইনশাল্লাহ।
