শনিবার ২২ নভেম্বর ২০২৫
৮ অগ্রহায়ণ ১৪৩২
কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে কুমিল্লায় জামায়াতের বিশাল শোডাউন শহরজুড়ে ব্যাপক আলোচনা
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১২:৪০ এএম |



 কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে কুমিল্লায় জামায়াতের বিশাল শোডাউন শহরজুড়ে ব্যাপক আলোচনানিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লায় কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে বিশাল শোডাউন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার সকালের এই শোডাউন নিয়ে শহরজুড়ে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন, নিকট অতীতে জামায়াতের এতো বড় শোডাউন আর চোখে পড়েনি। বিশাল এই শোডাউনের নেতৃত্ব দেন কুমিল্লা-৬ সদর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ।  শোভাযাত্রা চলাকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান নেতারা। একইসাথে জামায়াতের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন কর্মীরা।
শুক্রবার (২১নভেম্বর) সকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে এবং ঢাকা- চট্রগ্রাম সুয়াগাজী নগরীর চকবাজার হয়ে নগরীতে এসে শেষ করে।
কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়। তাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় ছাদখোলা গাড়ি থেকে সড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান কাজী দ্বীন মোহাম্মদ, শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির এবং কুমিল্লা -৬ (সদর ও সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। তিনি বলেন, আমাদের প্রিয় মাতৃভূমিকে দুর্নীতি, অবিচার ও স্বৈরাচার থেকে মুক্ত করতে হলে কোরআন ও সুন্নাহভিত্তিক সমাজ গঠন ছাড়া বিকল্প নেই। জনগণের কল্যাণে এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের রাজনীতি। আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলনকে বিজয়ের পথে এগিয়ে নিতে চাই।’
 সন্ত্রাস, চাঁদাবাজি ও হানাহানি বাদ দিয়ে সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলব।
আগামী দিনের ন্যায়ভিত্তিক ও ইনসাফমুখী সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। এ জন্য সবাইকে একত্রিত হয়ে ভবিষ্যতে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে দৃঢ় প্রতিজ্ঞা করার আহ্বান জানাই।’
তিনি বলেন, আমি নির্বাচিত হলে কুমিল্লা সদর-সদর দক্ষিণ এলাকায়  রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণ ও সংস্কার করবো।স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন এবং বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সূষ্টি করবো। শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, নতুন স্কুল-কলেজ স্থাপন এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতির জন্য, হাসপাতাল আধুনিকীকরণ, কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বৃদ্ধি করবো। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উন্নত রাখা এবং মাদক ও সন্ত্রাস দমনের ভূমিকা রাখবো।
নগরবাসীর পানি সরবরাহ, বিদ্যুৎ ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী কামারুজ্জামান সোহেল,কাউন্সিল মোশাররফ হোসাইন, নাছির আহম্মরদ মোল্লা,সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলামসহ আরো অনেকে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
১০৭ বছর আগে প্রতিদিনই ভূমিকম্প হয়েছে কুমিল্লায়
সর্বোচ্চ ঝাঁকুনিতেকাঁপলো দেশ
কুমিল্লায় ভূমিকম্পে আতঙ্ক
ছুটির দিনে মাংস খাওয়া হলো না বাবা-ছেলের, মর্গে মিলল লাশ
লাকসামে বহুতল ভবনগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমি ভেসে আসা কিংবা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো লোক না: হাজী ইয়াছিন
শঙ্কায় শুরু,স্বস্তিতে সমাপ্তি
আমাকে একটিবার সুযোগ দিন, হতাশ করব না- মনির চৌধুরী
লালমাইয়ে বিএনপি নেতৃবৃন্দের সাথে আবদুল গফুর ভূঁইয়ার মতবিনিময় সভা
চাচাতো ভাই গ্রেফতার হলেও মীম হত্যার কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২