শনিবার ২২ নভেম্বর ২০২৫
৮ অগ্রহায়ণ ১৪৩২
কুমিল্লাকে বিশ্বের অন্যতম মহানগরে পরিণত করব: মনিরুল হক চৌধুরী
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১২:৪০ এএম |




 কুমিল্লাকে বিশ্বের অন্যতম মহানগরে  পরিণত করব: মনিরুল হক চৌধুরী কুমিল্লা ৬ নির্বাচনী আসন (সদর, সদর দক্ষিণ) বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেছেন, আমি আপনাদের কল্যাণে, কুমিল্লার উন্নয়নে কাজ করতে চাই। একবার সুযোগ দিয়ে দেখেন আমি আপনাদের নিরাশ করবো না। 
শুক্রবার সন্ধ্যায় নগরের চকবাজার বাসস্ট্যান্ডে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। 
তিনি বলেন, গত ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের সময় কুমিল্লায় কাঙ্খিত উন্নয়ন হয়নি। কুমিল্লায় বিগত দিনে উন্নয়ন হয়েছে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন। আপনারা একবার আমাকে ভোট দিয়ে তারেক জিয়াকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দিন, তাহলে দেখবেন কুমিল্লা পাল্টে যাবে। বিশ্বের অন্যতম মহানগরে পরিণত করব এই কুমিল্লাকে। 
মনিরুল হক চৌধুরী আরো বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে। সেজন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সব্যসাচী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাই। দলের প্রশ্নে, ধানের শীষের প্রশ্নে কুমিল্লার নেতারা আজ ঐক্যবদ্ধ। আমি মহানগর ও দক্ষিণ জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। 
আধুনিক তুরষ্কের জনক মোস্তফা কামাল আতার্তুকের পর এতোটা নির্মোহ নিরহংকার, সার্বজনীন ৩১ দফা ঘোষণা করেছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর ঘোষিত ৩১ দফা প্রমাণ করে তিনি দেশের নেতৃত্বের জন্য যোগ্য ও প্রন্তুত। আধুনিক রাষ্ট্র কাঠামো বিনির্মানে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। 
তিনি বলেন, বিএনপিতে কোন নেতৃত্বে সংকট নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত দেয় দলের টপ টু বটম সকল স্তরের নেতাকর্মীরা সে সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করে। 
তিনি আরো বলেন, আমি আমি মুক্তিযোদ্ধা করেছি, শেখ মুজিবের শাসন দেখেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল দেখেছি, এরশাদের শাসনামল দেখেছি, গত ১৫ বছর স্বৈরাচার শেখ হাসিনার শোষণ দেখেছি। গত ১৫ বছর আমি ও আমার পরিবার রাজপথে লড়াই সংগ্রাম করেছি, মামলা খেয়েছি জেল খেটেছি। জুলাই এর গণঅভ্যুত্থানে আমারর মাসুম মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজপথে লড়াই করেছে আপনারা অনেকেই দেখেছেন। আমি কুমিল্লার মানুষের জন্য সারা জীবন কাজ করেছি। এবার শেষবারের মতো আমাকে একটি সুযোগ দিন। আমি জীবনের শেষ সময়টা কুমিল্লার মানুষের জন্য কাজ করে যেতে চাই। 
নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাদুল বাড়ি আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, জেলা কৃষক দলের আহ্বায়ক মোস্তফা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, কুমিল্লা পৌরসভার সাবেক প্যানেল মেয়র হাজী মাসুক মিয়া প্রমুখ।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
১০৭ বছর আগে প্রতিদিনই ভূমিকম্প হয়েছে কুমিল্লায়
সর্বোচ্চ ঝাঁকুনিতেকাঁপলো দেশ
কুমিল্লায় ভূমিকম্পে আতঙ্ক
ছুটির দিনে মাংস খাওয়া হলো না বাবা-ছেলের, মর্গে মিলল লাশ
লাকসামে বহুতল ভবনগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমি ভেসে আসা কিংবা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো লোক না: হাজী ইয়াছিন
শঙ্কায় শুরু,স্বস্তিতে সমাপ্তি
আমাকে একটিবার সুযোগ দিন, হতাশ করব না- মনির চৌধুরী
লালমাইয়ে বিএনপি নেতৃবৃন্দের সাথে আবদুল গফুর ভূঁইয়ার মতবিনিময় সভা
চাচাতো ভাই গ্রেফতার হলেও মীম হত্যার কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২