নিজস্ব প্রতিবেদক: দেশে পরপর ভূমিকম্প নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ইতিমধ্যে কুমিল্লার ফায়ার সার্ভিসের সকল জনবল ও উদ্ধার সরঞ্জাম- সামগ্রী সচল রাখার জন্য উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিচ।
তিনি জানান, শনিবার বিকেল থেকেই সভা করে কুমিল্লা সকল ফায়ার সার্ভিস স্টেশন গুলোতে জনবল এবং উদ্ধার সরঞ্জাম ও সামগ্রী সম্পূর্ণ সচ রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের কুমিল্লায় যে ২৮০ জন কমিউনিটি ভলান্টিয়ার আছে তাদেরকে রবিবার সকালে একটি সভায় ডেকে আনা হচ্ছে। যেন দুর্যোগে যেকোনো সময়ে এসব সদস্যরা সাধারণ মানুষের সহায়তায় এগিয়ে যেতে পারে সেজন্য উদ্যোগ নেয়া হচ্ছে।
সরকারি পরিচালক মোহাম্মদ ইদ্রিচ আরো জানান, কুমিল্লার ১৩ টি ফায়ার সার্ভিস স্টেশনে ৪৫০ জনের মত কর্মকর্তা কর্মচারী ও উদ্ধার কর্মী রয়েছে। তারা সবাই সাম্প্রতিক দুর্যোগ মোকাবেলা ব্যবস্থা নিয়ে সতর্ক রয়েছে।
কুমিল্লা নগরীর ঝুঁকিপূর্ণ ভবন প্রসঙ্গে তিনি বলেন, আমরা ভবনগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থায় ঝুঁকি আছে কিনা সেগুলো দেখাশোনা করছি। ভবন ঝুঁকিপূর্ণ কিনা সেগুলো প্রকৌশলী বিভাগ দেখবে। আমরা চেষ্টা করছি সাম্প্রতিক সময়ে এর যে কোন দুর্যোগ মোকাবেলায় সম্পূর্ণ প্রচেষ্ট প্রস্তুত থাকার।
উল্লেখ্য, শুক্রবার সকালে নরসিংদীর মাধবদী থেকে উৎপত্তি হওয়া ৫.৭ রিখটার স্কেল মাত্রার ভূমিকম্পে সারাদেশে ১০ জনের প্রাণহানির ঘটনা ঘটে। রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে বিধ্বস্ত হয় বাড়িঘর- স্থাপনা। শনিবার সকালেও ভূমিকম্প ও অনুভূত হওয়ায় রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরপর দুই দিনের ভূমিকম্প অনুভূত হবার কারণে বাড়তি সতর্কতা হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন গুলোকে রিএক্টিভ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
