নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার ধর্মপুর রেলগেট এলাকায় চেকপোস্ট (তল্লাসি চৌকি)
বসিয়ে আসামি ধরার অভিযানকালে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায়
পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এসময় পুলিশের হাতে কামড় দিয়ে পরোয়ানাভুক্ত
এক আসামি পালিয়ে গেছে বলেও জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার
দুপুরে চেক পোস্টে ধর্মপুর এলাকার ওয়ারেন্ট ভুক্ত আসামি রবিনকে পুলিশ আটক
করলে সেখানে স্থানীয়দের সাথে পুলিশের বাকবিতণ্ডা তৈরি হয়। এ সময়
দুর্বৃত্তরা পুলিশকে এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু
করে। আসামি রবিন পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। খবর পেয়েও
অতিরিক্ত পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ধর্মপুর এলাকায় গিয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ওই এলাকায় অভিযান চালানো শুরু করে। সন্ধ্যা
পর্যন্ত সেখান থেকে ৬ জনকে আটক করা হয় বলে জানা গেছে।
পুলিশ বলছে, হাত
কামড়ে পালিয়ে যাওয়া রবিন পুলিশের ওয়ারেন্ট ভুক্ত আসামি। ইট পাটেল নিক্ষেপের
কারণে পুলিশের একটি গাড়ির ক্ষতি হয়েছে। এছাড়ো আরো তিনজন পুলিশ সদস্য আহত
হয়েছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত
পুলিশ সুপার সাইফুল মালিক জানান, শনিবার দুপুরে ধর্মপুর এলাকায় আসামি
রবিনকে পুলিশের সদস্যরা চেকপোষ্টে তল্লাশি চালানোর সময় তার কাছে একটি ছুরি
পায়। এ নিয়ে পুলিশ সদস্যদের সাথে স্থানীয় মাদক ব্যবসায়ীদের উত্তেজনা দেখা
দেয়। মাদক ব্যবসায়ীরা পুলিশের কে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে
এবং পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে রবিন পালিয়ে যায়। ঘটনার পর থেকে ওই
এলাকায় পুলিশ অভিযান চালাচ্ছে। রাত সাড়ে ১০টা পর্যন্ত ৬ জনকে আটক করা
হয়েছে।
রাত সাড়ে ১০টায় এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা কোতয়ালী থানার ওসি
মাহিনুল ইসলাম বলেন, আমাদের অভিযান চলছে। আমরা এই ঘটনায় ৬ জনকে আটক করা
হয়েছে। তবে ঘটনার মূল হোতা রবিনকে এখনো আটক করা যায়নি।
