নিজস্ব
প্রতিবেদক: নাথেরপেটুয়া ফাযিল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও বিদায়
সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে
আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং
বডির সভাপতি অধ্যাপক মো. সাইদুর রহমান। সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ
মো. হুজ্জাতুল ইসলাম।
বিদায়ী শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন সাবেক
উপাধ্যক্ষ মাওলানা মো. অহিদুর রহমান, সহকারী অধ্যাপক মাও. মোবারক হোসাইন,
ইবতেদায়ী মৌলভী মো. বশির উল্লাহ ও মো. আ. রশিদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য
রাখেন গভর্নিং বডির সদস্য মাও. আব্দুল গোফরান ভুইয়া, মো. আব্দুর রশিদ,
মাওলানা এ কে এম ফজলুল হক ও মো. মজিবুল হক।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন
১০ নং নাথের পেটুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদ। বক্তারা
মাদ্রাসার শিক্ষার গুণগত মান, বিদায়ী শিক্ষকদের অবদান এবং শিক্ষার্থীদের
নৈতিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিষয়ে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ
পর্বে বিদায়ী শিক্ষকদের সম্মাননা স্মারক, অতিথিদের পুরস্কার এবং
শিক্ষার্থীদের মাঝে মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি
তার বক্তব্যে অত্র মাদ্রাসার শিক্ষক অধ্যক্ষ মো: হুজ্জাতুল ইসলাম কুমিল্লা
জেলা পর্যায়ের শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক মোবারকবাদ
জানান এবং ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করেন।
