মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২
ষড়যন্ত্র করে বিএনপির বিজয় ঠেকানো যাবে না - মনিরুল হক চৌধুরী
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১:০৩ এএম আপডেট: ১৮.১১.২০২৫ ১:২৩ এএম |


  ষড়যন্ত্র করে বিএনপির বিজয় ঠেকানো যাবে না - মনিরুল হক চৌধুরীনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তারেক জিয়ার ধানের শীষ এগিয়ে যাবে। কোন ষড়যন্ত্রই বিএনপির বিজয় ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। সোমবার ১৭ নভেম্বর বিকেলে কুমিল্লা-৬ আসনে বিএনপির গণ-মিছিলে পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে এই আসন তারেক জিয়াকে উপহার দিতে চাই। আমি সদর দক্ষিণকে যেমন সাজিয়েছি তার চেয়ে আরও সুন্দর করে কুমিল্লা মহানগরকে সাজাবো। 
এসময় নগরীর চকবাজার থেকে মিছিল নিয়ে রাজগঞ্জ, মোগলটুলি, সার্কিট হাউজ, ফৌজদারি মোড়হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 
মনিরুল হক চৌধুরী বলেন, আমাদের দল বিএনপি, আমাদের নেতা তারেক রহমান, আমাদের নির্বাচনী মার্কা ধানের শীষ। এই ধানের শীষের বিপক্ষে যারাই আসবে আমরা দলবদ্ধভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। 
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের আর বেশি সময় নাই। সবাই ধানের শীষের জন্য ভোট চাইতে এখনি বেরিয়ে যান। প্রয়োজনে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে আত্মীয়তা বাড়ান, ধানের শীষের ভোটার বাড়িয়ে তুলুন।
গণ মিছিলে যোগ দেন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবায়লতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভুঁইয়া স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মোঃ হানিফ, সদস্য সচিব সোহেল মজুমদার সহ মহানগর ও দক্ষিণ জেলার নেতাকর্মীরা।
প্রচারণার শুরুতে নেতাকর্মীদের উপস্থিতিতে উত্তেজনা তৈরি হলে মনিরুল হক চৌধুরীর নির্দেশনায় পরিস্থিতি স্বাভাবিক হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার মৃত্যুদণ্ড
শেখ হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্তের রায়
দণ্ডপ্রাপ্তহাসিনাকে আবার ফেরত চাইল বাংলাদেশ
ক্ষমতার চূড়া থেকে ফাঁসির ফেরারি
চৌদ্দগ্রামে জামায়াত নেতার গাড়ি পুড়ে দিয়েছে দূর্বৃত্তরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় পুলিশের অভিযানে৪৪ জন আটক
শেখ হাসিনার মৃত্যুদণ্ড
গোমতী নদীর চর থেকে অটোচালক কিশোরের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
হাসিনার বিরুদ্ধে মামলার রায় আজ
রায় যাই হোক তা কার্যকর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২