ইলিয়াছ হোসাইন:
কুমিল্লা-৬
সদর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী
ইয়াছিনের পক্ষে কুমিল্লা শহরের কান্দিরপাড় থেকে রাজগঞ্জ ৩১দফার লিফলেট
বিতরণ করেছেন তার অনুসারীরা।মঙ্গলবার সকাল ১১টায় তারা নগরীর রাজগঞ্জ,ছাতি
পট্টি, মনোরপুরের বিভিন্ন দোকানগুলোতে গিয়ে নেতাকর্মীরা সাধারণ মানুষের
সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে লিফলেট বিতরণ করেনএবং সাধারণ মানুষ ও
ব্যবসায়ীদের নিকট হাজী ইয়াছিনের পক্ষে ধানের শিষ মার্কায় ভোট চান তারা।উক্ত
মিছিল ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন
বিএনপির প্রবীন নেতা সদর দক্ষিণ উপজেলার এস এ বারী সেলিম, আদর্শ সদর উপজেলার বিএনপির উপদেষ্টা
মো.আমিনুল
ইসলাম। মহানগর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আতাউর রহমান ছুটি,দক্ষিণ জেলা
যুবদলের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট খলিলুর রহমান বিপ্লব,ভিপি দুলাল, মহানগর
বিএনপির সাবেক সদস্য কামাল সহ অন্যান্য নেতাকর্মীরা।
নেতাকর্মীরা বলেন,
কুমিল্লার ৬ আসনে নেতা হিসেবে একমাত্র হাজী আমিন উর রশিদ ইয়াছিন ভাই
যোগ্য। আমরা ইয়াছিন ভাই ছাড়া আমরা আর কাউকেই এ আসনের নেতা হিসেবে কল্পনা
করতে পারিনা।কারণ হাজী ইয়াছিনকেই আমরা আমাদের গত সতের বছরের দুঃসময়ে সাথে
পেয়েছি।উনিই আমাদের একমাত্র নেতা।আমাদের নেতা তারেক রহমানের নিকট আমাদের
একটাই চাওয়া হাজী ইয়াছিন ভাইকেই যেন কুমিল্লার ৬ আসনটি দেওয়া হয়।
