শনিবার ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২
বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব রাখবে না নতুন প্রজন্ম: ড. হোসাইনী
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১:০০ এএম আপডেট: ১৫.১১.২০২৫ ১:৩১ এএম |




 বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব  রাখবে না নতুন প্রজন্ম: ড. হোসাইনীমোঃ হুমায়ুন কবির মানিক:
ডাকসুর সাবেক সদস্য ও বিজিএমই এর পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী বলেছেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সারা দেশে যে দুঃশাসন চালিয়েছে; তা দেখে নতুন প্রজন্ম বুঝতে পেরেছে আওয়ামী লীগ কি জিনিস। বাংলাদেশে আওয়ামী লীগের কোন অস্তিত্ব নতুন প্রজন্ম রাখবে কি-না আমাদের সন্দেহ আছে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের চরিত্র চিনে ফেলেছে। এই সমস্ত লকডাউন-ফগডাউন দিয়ে ভয় দেখিয়ে লাভ হবে না। 
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. রশিদ আহমেদ হোসাইনী।
লাকসাম-মনোহরগঞ্জে বিএনপির আন্ত:কোন্দল ও সংঘাতের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, লাকসাম- মহারগঞ্জে যে খেলা চলছে এই খেলা অত্যন্ত দুঃখজনক। দলে অনুপ্রবেশকারী যারা দলকে ভালোবাসে না, নিজের স্বার্থে দলের রাজনীতি করে তারাই দলের ভিতরে অঘটন ঘটিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এভাবেই যদি চলতে থাকে তাহলে কুমিল্লার লাকসাম মনোহরগঞ্জে আগামী নির্বাচনে খারাপ কিছু বয়ে আনবে । 
এসময় যারা এ ধরনের ঘটনায় জড়িত অনতিবিলম্বে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি দলীয়ভাবে তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে দলের নেতৃবৃন্দের কাছে আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির নেতা খোরশেদ আলম খুসরু, এ কে এম আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন, মনোহরগঞ্জে উপজেলা বিএনপি নেতা অহিদুর রহমান, মোঃ কালা মিয়া, মনোহরগঞ্জ উপজেলা শহীদ জিয়া পরিষদের আহবায়ক মোঃ হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ ইয়াসিন, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব, নওয়াব ফয়েজুন্নেছা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদারসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
দুই প্রার্থীকে তারেক রহমানের ফোন
আগামী নির্বাচন ও বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে
কুমিল্লা সীমান্তে বাড়ছে অস্ত্রের চোরাচালান
চান্দিনায় ৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ
ব্রাহ্মণপাড়ায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার নতুন জেলা প্রশাসক রেজা হাসান
কুমিল্লার জগন্নাথ মন্দিরের দখলকৃত জায়গা উচ্ছেদ
যে চার বিষয়ে হবে গণভোট
জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি
জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২