কুমিল্লার
দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ১০ম শ্রেণির শিক্ষার্থী আবু
বকর মোল্লাকে হত্যাচেষ্টা মামলায় ইউনিয়ন যুবলীগ নেতা মো. বিল্লাল হোসেন
গাজীকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টার
দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক
করা হয়। গ্রেপ্তারের বিষয়টি কুমিল্লার কাগজকে নিশ্চিত করেছেন দেবিদ্বার
থানার ওসি মো. ইয়াছিন।
আটক বিল্লাল হোসেন দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ
ইউনিয়নের খয়রাবাদ গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। সে ওই ইউনিয়নের যুবলীগের
সাধারণ সম্পাদক এবং জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামের ঘনিষ্ঠ
সহযোগী হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী আবু বকরকে মোল্লাকে দেবিদ্বার এসএ সরকারি
কলেজ রোডের কালাচান্দ সুপার মার্কেটের সামনে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার
চালায় ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা। এ ঘটনায় কুমিল্লা আদালতে একটি মামলা
দায়ের করেন আবু বকরের বাবা মো. আবুল খায়ের। দায়েরকৃত ওই মামলায় বিল্লাল
হোসেন গাজী দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলা,
ভাঙচুর, আতঙ্ক সৃষ্টিসহ নানা অপরাধে থানায় একাধিক মামলা রয়েছে।
দেবিদ্বার
থানার (ভারপ্রাপ্ত) ওসি মো. ইয়াছিন বলেন, সোমবার বেলা ১১টার দিকে গোপন
সংবাদের ভিত্তিতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন গাজীকে আটক
করা হয়েছে। সে শিক্ষার্থী আবু বকরকে হত্যাচেষ্টার মামলায় সন্দিগ্ধ আসামী।
তাকে বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
