জাতীয়
বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের বিবিএ (প্রফেশনাল) তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টারের
মৌখিক পরীক্ষা মঙ্গলবার (১৮ নভেম্বর) থেকে শুরু হবে। যা ২৭ ডিসেম্বর
পর্যন্ত চলবে।
সোমবার (১৭ নভেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে জারি করা এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এই নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে
জানানো হয়, এই মৌখিক পরীক্ষার নম্বর ইএমএস সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে
জমা দিতে হবে। নতুন পদ্ধতিতে এখন কেন্দ্রগুলো থেকে সরাসরি নম্বর এন্ট্রি
করতে হবে। এজন্য সংশ্লিষ্ট কলেজগুলোকে তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড
কেন্দ্রকে সরবরাহ করতে হবে।
এছাড়াও, পরীক্ষার বিল জমা দেয়ার জন্যও নতুন
একটি অনলাইন সিস্টেম চালু করা হয়েছে। বহিঃপরীক্ষক ও অন্তঃপরীক্ষকদের বিল
যঃঃঢ়://১০৩.১১৩.২০০.৩৬/চঅগঝ/ঈড়ষষবমবখড়মরহ.ধংঢ়ী এই ওয়েব ঠিকানা থেকে আগামী
২৭ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। আর এই তারিখের পরে কোনো বিল জমা নেওয়া
হবে না। বিল জমা দেয়ার জন্য কলেজগুলোর নিজস্ব জিমেইল অ্যাড্রেস থাকতে হবে।
এছাড়া
বিল এন্ট্রি করার পর তথ্য কনফার্ম করে ডাউনলোড করা প্রতিবেদন অধ্যক্ষের
সইসহ উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসে জমা দিতেও বলা হয়েছে।
