কুমিল্লার মেঘনা উপজেলার নয়া কান্দারগাঁও স্ট্যান্ড এলাকা থেকে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ।
সোমবার
(১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে বিসমিল্লাহ্ ইলেক্ট্রিক দোকানের সামনে
অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এ সময় একটি
মোটরসাইকেলও জব্দ করা হয়। আসামিরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার জারাবৈশা
গ্রামের মজনু সরদারের ছেলে সুমন সরদার (২২) এবং বরিশালের উজিরপুর উপজেলার
কাশিপুর গ্রামের মিজান মল্লিকের ছেলে মো. হৃদয় মল্লিক (১৯)।
থানা সূত্রে
জানা গেছে, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা এলাকা থেকে
ফেনসিডিল সংগ্রহ করে সুমন ও হৃদয় ঢাকার রামপুরার মেরাদিয়া লাল মিয়া গলির
উদ্দেশে রওনা দেন। মেরাদিয়া এলাকায় তারা ভাড়া বাসায় থাকেন, সেখানে মাদক
সরবরাহের পরিকল্পনাই ছিল তাদের উদ্দেশ্য। চট্টগ্রাম মহাসড়কের চেকপোস্ট
এড়াতে তারা গৌরিপুর হয়ে তিতাস উপজেলার ছিনাই এলাকা দিয়ে মেঘনায় প্রবেশ
করেন। এরপর নয়া কান্দারগাঁও হয়ে গজারিয়ার ভাটেরচরের নতুন সড়কে গিয়ে ইউটার্ন
নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় পুলিশের সন্দেহ হলে মোটরসাইকেলটি থামিয়ে
তল্লাশি করা হয়। তল্লাশির সময় মোটরসাইকেলের সিটের নিচ থেকে ১০ বোতল
ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে দুজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
মেঘনা
থানার এসআই মো. মশিউর আলমের নেতৃত্বে কনস্টেবল আবুল কালাম, ফরহাদ ও জামিল
অভিযানটি পরিচালনা করেন। ওই এলাকায় চেকপোস্ট ডিউটিতে থাকা অবস্থায়ই তারা
দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন বলে পুলিশ জানায়।
এ বিষয়ে মেঘনা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন,‘গ্রেপ্তারকৃত দুইজনের
বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১৪ (গ) ধারায়
মামলা প্রক্রিয়াধীন। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা
হবে।’
