লাকসামে আওয়ামীলীগ কর্মী সন্দেহে আরএফএল'র এসআর আটক ও মারধর করে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
সৈয়দ মুজিবুর রহমান দুলাল
কুমিল্লার
লাকসামে আওয়ামীলীগের একজন সক্রিয় কর্মী সন্দেহে মো. শাহাদাত হোসেন (২৫)
নামে এক যুবককে স্থানীয় লোকজন আটক ও বেধড়ক মারধর করে পুলিশের নিকট সোপর্দ্দ
করেছেন।
আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পৌরশহরের পূর্ব লাকসাম কালীবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটেছে ।
আটককৃত
ওই যুবক আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে লাকসামে কর্মরত।
তাঁর বাড়ি নোয়াখালী জেলার সুধারাম থানাধীন ০৩ নম্বর নোয়ান্নাই ইউনিয়নের ০৬
নম্বর ওয়ার্ডের শিবপুর (মোল্লা বাড়ী) গ্রামে। তিনি ওই গ্রামের জসিম
উদ্দিনের ছেলে।
লাকসাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লাকসাম
থানা পুলিশ সূূ্ত্ের জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে স্থানীয় কিছু লোকজন
পৌরশহরের পূর্ব লাকসাম কালীবাড়ি এলাকায় ওই যুবককে নিষিদ্ধ আওয়ামী লীগের
একজন সক্রিয় কর্মী সন্দেহে আটকসহ বেধড়ক মারধর করেন। একপর্যায়ে সংবাদ পেয়ে
পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন তাকে পুলিশের নিকট সোপর্দ্দ করেন।
এই
ব্যাপারে আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে লাকসাম থানা পুলিশের
উপ-পরিদর্শক (এসআই) মো. হারুনুর রশিদ মুঠোফোনে এই প্রতিনিধিকে বলেন, আটককৃত
ওই যুবকের বিরুদ্ধে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রয়োজনীয় আইনগত
ব্যবস্থা নেওয়া হচ্ছে।
