আমরা
যদি বলি নারী শিক্ষা একটি জাতিকে শিক্ষিত করার মূল, যেই ভিত্তিটা থাকে
একটি বিল্ডিং করার। নারীকে শিক্ষিত করা আর জাতি শিক্ষিত করা একটি
ফাউন্ডেশনের মত। আমরা আজকে যে প্রতিষ্ঠানে অবস্থান করছি। এটি আমাদের জাতিকে
শিক্ষিত ও সুশিক্ষার স্তম্ভ। এ জাতির সুশিক্ষার ভিত্তিকে প্রস্তুত করছে।
আমাদের কোরআন কারীমে রয়েছে শিক্ষা কেন গুরুত্বপূর্ণ, শিক্ষা কেন প্রয়োজন।
শিক্ষার উপর গুরুত্ব দিয়ে এই প্রতিষ্ঠানটি এখানে তৈরি হয়েছে। এখানে নারীদের
সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হয়েছে। সুতরাং, নারী শিক্ষায় সকলকে গুরুত্ব দিতে
হবে।
সোমবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা
আয়েশা ছিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ
জামাল হোসেন এসব কথা বলেন।
মাদরাসার প্রতিষ্ঠাতা মজিবুর রহমান ভূঁইয়ার
সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মীর
হোসেন, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ.কে.এম.
সামছুদ্দিন।
মাদরাসার শিক্ষক ইদ্রিস ফরায়েজী বাবলুর সঞ্চালনায়
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার কো-অর্ডিনেটর মাওলানা আবুল কাশেম,
বিশিষ্ট সমাজ সেবক বাবুল মিয়া পাটোয়ারী, মিজানুর রহমান, ইউসুফ ভূঁইয়া,
আবদুল হান্নান, আবুল খায়ের, মাদরাসার শিক্ষক মাওলানা মনির আহম্মদ ভূঁইয়াসহ
অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও মাদরাসার ছাত্র-ছাত্রীবৃন্দ।
