কুমিল্লার লাকসামে ভ্রাম্যমান আদালত কর্তৃক ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত (বিনাশ্রম) আসামী মাদক কারবারি সুমনকে (৩৬) গতকাল সোমবার (১৭ নভেম্বর) লাকসাম থানা পুলিশ কুমিল্লা কারাগারে পাঠিয়েছে। দন্ডপ্রাপ্ত ওই মাদক কারবারি উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়নের নগরী পাড়া গ্রামের আলী নোয়াজ'র ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মিলন চাকমা রবিবার (১৬ নভেম্বর) রাতে ওই মাদক কারবারিকে ৬ মাসের কারাদণ্ড (বিনাশ্রম) ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করে রায় দেন। পরে তাকে লাকসাম থানায় হস্তান্তর করা হয়।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১৬ নভেম্বর) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুদাফরগঞ্জ এলাকা থেকে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল মাদক বিরোধী যৌথ অভিযান চালিয়ে সুমন নামে ওই মাদক
কারবারিকে আটক করে। ওই সময় তার কাছ থেকে নয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন লাকসাম সেনাক্যাম্পের দায?িত্বরত কর্মকর্তা মেজর তাহসিন।
এই ব্যাপারে গতকাল সোমবার (১৭ নভেম্বর) লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, বেলা সাড়ে ১১টার দিকে দন্ডপ্রাপ্ত আসামীকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে ।
ওসি বলেন, দন্ডপ্রাপ্ত ওই আসামীকে থানায় হস্তান্তর এবং অন্যান্য আইনগত প্রক্রিয়ায় অধিক রাত হয়ে যাওয়ায় তাকে থানা হাজতে রাখা হয়েছিলো।
