আজ
(২৬ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ দুই ভেন্যুতে শুরু হয়েছে বাংলাদেশ
ফুটবল লিগ। মুন্সিগঞ্জে ঢাকা আবাহনী ও রহমতগঞ্জের ম্যাচটি গোলশূন্য ড্র
এবং মানিকগঞ্জে আরামবাগ ও ফকিরেরপুলের মধ্যকার খেলা ১-১ গোলে ড্র হয়।
আগামীকাল তিন ভেন্যুতে তিন ম্যাচ রয়েছে।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট
লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলার মাঝে আবাহনীর কাজেম শাহকে আঘাত
করেন রহমতগঞ্জের আরাফাত হোসেন। চোখের নিচে আঘাত পাওয়ায় দ্রুত নিকটস্থ
হাসপাতালে যেতে হয় কাজেমকে। কাজেমের বাবা সাবেক ক্রিকেটার হালিম শাহ জানান,
তিনটি সেলাই পড়েছে কাজেমের। এখন অবস্থা অনেকটা স্বাভাবিক।
বল দখলের
লড়াইয়ে কাজেমকে অবৈধভাবে ফাউল করায় রেফারি আরাফাতকে লাল কার্ড দেখান।
ম্যাচের বাকি সময় রহমতগঞ্জ ১০ জন খেললেও আবাহনীকে রুখে দেয়। সুলেমান
দিয়াবাতে, শেখ মোরসালিন ও আল আমিনদের নিয়ে গড়া আবাহনী লিগের প্রথম ম্যাচে
গোল পায়নি।
দিনের অন্য ম্যাচে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে
প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫৯ মিনিটে নাইজেরিয়ার ফরোয়ার্ড ইয়াইয়া জনের গোলে
এগিয়ে যায় আরামবাগ। যোগ করা সময়ে গোল শোধ করে ইয়ংমেন্সকে এক পয়েন্ট এনে দেন
মিশরের মিডফিল্ডার মোস্তফা কাহরাবা। এতে দুই দলই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।