বৃহস্পতিবার ৮ জানুয়ারি ২০২৬
২৫ পৌষ ১৪৩২
কুমিল্লা-৬ আসনে দিনব্যাপী গণসংযোগে, গ্যাস সংকট নিরসনে বাখরাবাদ এমডির সঙ্গে বৈঠক
গ্যাসের স্বল্পতায় সাধারণ মানুষ দিশেহারা-কাজী দ্বীন মোহাম্মদ
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১২:১৭ এএম আপডেট: ০৬.০১.২০২৬ ১:৪৯ এএম |


গ্যাসের স্বল্পতায় সাধারণ মানুষ  দিশেহারা-কাজী দ্বীন মোহাম্মদকুমিল্লা-৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ সোমবার (৫ জানুয়ারি) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠকসহ বিভিন্ন সামাজিক ও নির্বাচনী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি দুপুর ১২টায় কুমিল্লার সাধারণ মানুষের চুলার গ্যাস সংকট নিরসনের লক্ষ্যে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. ফজলে আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি কুমিল্লা মহানগরীর বাসাবাড়িতে দিনের বেলায় গ্যাস সরবরাহের মারাত্মক সংকটের বিষয়টি তুলে ধরেন।
কাজী দ্বীন মোহাম্মদ বলেন, গ্যাসের স্বল্পতায় সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। শিশু, বৃদ্ধ ও অসুস্থরা চরম কষ্টের মধ্যে দিন পার করছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি বাখরাবাদ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
বৈঠকে বাখরাবাদ গ্যাসের এমডি প্রকৌশলী মো. ফজলে আলম বলেন, একটি সিএনজি পাম্পে যে পরিমাণ গ্যাস সরবরাহ করা হয়, তা প্রায় এক হাজার গৃহস্থালি চুলার সমপরিমাণ। কুমিল্লায় বর্তমানে ৪৩টি সিএনজি পাম্প রয়েছে। এছাড়া গ্যাস সংযোগের সময়কার লাইন ব্যবস্থাপনার সঙ্গে বর্তমান ব্যবহারের ব্যাপক পার্থক্য রয়েছে। ফলে নতুন করে গ্যাস লাইন প্রতিস্থাপন ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।
তিনি আরও বলেন, শৈত্যপ্রবাহ ও তাপমাত্রার সঙ্গে গ্যাস সরবরাহ ব্যবস্থার সম্পর্ক রয়েছে। শীতের তীব্রতা কমলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা করা যায়। তবে জাতীয়ভাবে সিএনজি, শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হয়, যেখানে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম।
বৈঠক শেষে বাখরাবাদ গ্যাস অফিস প্রাঙ্গণে বিক্ষুব্ধ জনতার সামনে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “আমরা একটি সংকটময় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করেই আমি তাৎক্ষণিকভাবে এখানে এসেছি। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ ও শৈত্যপ্রবাহ কেটে গেলে পরিস্থিতির উন্নতি হবে।”
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর সহকারী সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসেন, ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি হাসান আহমেদ, আমানউল্লাহ, আব্দুল হান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে সকালে কাজী দ্বীন মোহাম্মদ রাজগঞ্জ বাজারে গণসংযোগ করেন। তিনি বাজারের বিভিন্ন অলিগলি ঘুরে দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং দাঁড়িপাল্লা মার্কা ও জুলাইয়ের যোদ্ধাদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানঃ



















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লার এসপির বিরুদ্ধে জামায়াতের অভিযোগ
কুমিল্লায় ওসমান হাদির গ্রাফিতিতে কালো রঙ লেপন
কাজ না করেই বিল উত্তোলনের চেষ্টা, প্রকৌশলীকে হুমকি
চৌদ্দগ্রামে মাটির ট্রাক্টর চাপায় কিশোর নিহত
গোমতী নদীকে পর্যটন শিল্পের আওতায় এন অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন করব-দ্বীন মোহাম্মদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার পুলিশ সুপারকে সরিয়ে দিতে বলেছে জামায়াত ইসলামী
“বিশ্বপরিব্রাজক কবি অমিয় চক্রবর্তী: জীবন, সাধনা ও কবিতার পথচলা”
সার্বভৌমত্বের লঙ্ঘনকোনোভাবেই কাম্য নয়
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কৃষিজমির টপ সয়েল কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা একটি এস্কেভেটর জব্দ
কুমিল্লার এসপির বিরুদ্ধে জামায়াতের অভিযোগ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২