বুধবার ৭ জানুয়ারি ২০২৬
২৪ পৌষ ১৪৩২
‘ভোটের গাড়ি’ কুমিল্লায় ॥ উদ্বোধন করলেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার
জনগণই সিদ্ধান্ত নিবে দেশ কারা চালাবে
জহির শান্ত, কুমিল্লা
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১২:১৭ এএম আপডেট: ০৬.০১.২০২৬ ১:৫০ এএম |



জনগণই সিদ্ধান্ত নিবে  দেশ কারা চালাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোটকে সামনে রেখে কুমিল্লায় শুরু হয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভানের কার্যক্রম। “দেশের চাবি আপনার হাতে”-এই স্লোগানকে সামনে রেখে জেলার বিভিন্ন এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা টাউন হল মাঠে ভোটের গাড়ি কার্যক্রমের উদ্বোধন করেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এসময় কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জনগণই সিদ্ধান্ত নিবে  দেশ কারা চালাবে
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ভোটের গাড়ি বা সুপার ক্যারাভানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেই সরকারের পক্ষ থেকে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আপনারা উৎসবমুখর পরিবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবেন এবং একই সাথে গণভোটেও অংশ নিবেন। আমরা দীর্ঘদিন যাবত কোনো অংশগ্রহণমূলক নির্বাচন পাইনি। বিশেষ করে এখন যাদের বয়স ৩০/৩৫ তারা কিন্তু ভোটই দিতে পারেননি এমন অনেকেই আছেন। সেই পর্যায় থেকে এই বন্ধ্যাত্বের অবসান এবার হবে ইনশাল্লাহ। এ বন্ধ্যাত্ব গোচানোর জন্য সরকার অত্যন্ত সক্রিয়ভাবে সচেষ্ট রয়েছে। সেই সাথে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে বলা হয়েছে নির্বাচনে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকও একই কথা বলেছেন। সরকারের পক্ষ থেকে আমরাও চাই গোটা দেশে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। এই প্রজাতন্ত্রের মালিক জনগণ। এই জনগণের হাতেই সকল ক্ষমতা। জনগণই সিদ্ধান্ত নিবে আগামী ৫ বছর কে দেশ চালাবে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সরকার বদ্ধ পরিকর উল্লেখ্য করে উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের নিরঙ্কুশ নির্দেশনা আছে- প্রশাসন নিরপেক্ষ থাকবে। নির্বাচনে কোনো ধরনের বিচ্যুতি যেনো না ঘটে সেজন্য প্রশাসনের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, অনানুষ্ঠানিকভাবেও বলা হয়েছে। আমি আশা প্রকাশ করছি অন্যদের আশঙ্কা ভুল প্রমাণিত করে দেশে সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠ ভোট অনুষ্ঠিত হবে।
এসময় কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, সাইফুল মালিক, কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মো. বশিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সার্বভৌমত্বের লঙ্ঘনকোনোভাবেই কাম্য নয়
“বিশ্বপরিব্রাজক কবি অমিয় চক্রবর্তী: জীবন, সাধনা ও কবিতার পথচলা”
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কৃষিজমির টপ সয়েল কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা একটি এস্কেভেটর জব্দ
তিতাস উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রামে প্রধান শিক্ষককে আজীবন সম্মাননা ও বিদায় সংবর্ধনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে প্রথম দিনে কুমিল্লা অঞ্চল থেকে ৫টি আপিল দায়ের
জনগণই সিদ্ধান্ত নিবে দেশ কারা চালাবে
কুমিল্লায় প্রথমবার ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে অল্প খরচে আধুনিক এন্ডোস্কোপিক এডেনোটনসিলেকটমি
চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা
গ্যাসের স্বল্পতায় সাধারণ মানুষ দিশেহারা-কাজী দ্বীন মোহাম্মদ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২