মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫
২৫ অগ্রহায়ণ ১৪৩২
চান্দিনায় বৃষ্টি উপেক্ষা করে বিএনপি’র বিজয় র‌্যালিতে মানুষের ঢল
রণবীর ঘোষ কিংকর
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৯:২৫ পিএম আপডেট: ০৫.০৮.২০২৫ ৯:৩৩ পিএম |

চান্দিনায় বৃষ্টি উপেক্ষা করে বিএনপি’র বিজয় র‌্যালিতে মানুষের ঢলপূর্ব ঘোষিত তারিখ ও সময় অনুযায়ী মঙ্গলবার বিকাল ৪টায় জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র‌্যালির আয়োজন করে চান্দিনা উপজেলা বিএনপি। 

কর্মসূচী সফল করতে সূর্য্যরে হাসিমাখা দুপুর থেকে ব্যানার, ফ্যাস্টুন হাতে নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে উৎসব মুখর পরিবেশে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতা-কর্মী আসতে শুরু করে উপজেলা সদরের চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে।

ঘড়ির কাটায় তখন বিকাল সোয়া ৪টা। কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে জাতীয় পতাকা উড়িয়ে মাঠ থেকে আনন্দ মিছিলটি বের হতেই বৃষ্টির হানা। শ্রাবণের মুসলধারার বৃষ্টিতে মিছিল থেকে ছিটকে যায়নি কোন নেতা-কর্মী। বৃষ্টি যেন তাদের বিজয় র‌্যালিতে বাড়তি মাত্রা যোগ করেছে। প্রায় এক ঘন্টা ভারি বৃষ্টিতে ভিজে বিজয় র‌্যালিতে বিএনপি নেতা-কর্মীদের এমন বাঁধভাঙ্গা উচ্ছাসে নজর কেড়েছে সবার। 

বিজয় র‌্যালির নেতৃত্ব দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি তরুন নেতা আতিকুল আলম শাওন। 

মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি অংশ প্রদক্ষিণ করে কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র চান্দিনাস্থ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করে উপস্থিত নেতা-কর্মীরা।

চান্দিনায় বৃষ্টি উপেক্ষা করে বিএনপি’র বিজয় র‌্যালিতে মানুষের ঢল
এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও চান্দিনা পৌর বিএনপি’র সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খাঁন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আরশাদ, কুমিল্লা উত্তর জেলা ওলামাদল আহবায়ক মুফতি শাহ্ সুলতান মাহমুদ, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক শাহজাহান সাজু, অধ্যাপক আব্দুর রব, মাও. আবু তাহের।

এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম, পৌর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক সহিদুজ্জামান সরকার কমিশনার, শাহজাহান সরকার কমিশনার, কামাল হোসেন কমিশনার, নজরুল ইসলাম, চান্দিনা উপজেলা যুবদল আহ্বায়ক সহকারী অধ্যাপক মাওলানা আবুল খায়ের, সদস্য সচিব শাহজাহান মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ডা. সাইফুল্লাহ্ বাপ্পী, সদস্য সচিব কামাল মুন্সী, জেলা যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক এরশাদুল হক, পৌর যুবদল আহবায়ক হাজী নূরুল ইসলাম কমিশনার, সদস্য সচিব মোজাম্মেল মুন্সি, কুমিল্লা উত্তর জেলা যুবদল দপ্তর সম্পাদক কে.এম. জামাল, উপজেলা ছাত্রদল আহ্বায়ক শরীফ খাঁন, সদস্য সচিব কাইয়ুম খাঁন, পৌর ছাত্রদল আহ্বায়ক মাহাবুবুল আলম দোলন, সদস্য সচিব হানিফ মুন্সী, উপজেলা মৎস্যজীবী দল আহ্বায়ক ফজলুল ছাত্তার, সদস্য সচিব হেদায়েত উল্লাহ, উপজেলা কৃষকদল আহবায়ক মফিজুল ইসলাম, সদস্য সচিব ডা. জসিম উদ্দিন, উপজেলা শ্রমিকদল আহবায়ক খায়ের মৃধা, সদস্য সচিব সেলিম মিয়া, উপজেলা ওলামাদল আহবায়ক মাওলানা তাজুল ইসলাম, সদস্য সচিব মাও. ছিদ্দিকুর রহমান, উপজেলা মহিলাদল সভাপতি জেসমিন আক্তার, সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদা হক শিল্পী, সদস্য রওশন আরা বেগম।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
দেশে সাড়ে ১৪ লাখ টন খাদ্যশস্য মজুদের পাশাপাশি আমন ধান উৎপাদনেও লক্ষ্যমাত্রা অর্জন -কুমিল্লায় খাদ্য উপদেষ্টা
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
বিজয় দিবসে ‘বিশ্ব রেকর্ডের’ প্রস্তুতি বাংলাদেশের
সৌদিআরবে বেকারিতে দগ্ধ হয়ে রেমিটেন্সযোদ্ধার মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শওকত মাহমুদ গ্রেপ্তার
৮ ডিসেম্বর মুক্ত হয় কুমিল্লা রাস্তায় নামে জনতার ঢল
সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন প্রস্তুত
ডাস্টবিনের ময়লা রাস্তায়, ডেঙ্গু আতঙ্ক
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২