চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে চাচাতো বোনের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি
ফেরা হলো না মাদরাসা ছাত্র হাফেজ ফাহাদ হোসেনের(১৫)। সে উপজেলার কনকাপৈত
ইউনিয়নের করপাটি গ্রামের পূর্ব পাড়ার মোল্লা বাড়ির মীর হোসেনের ছেলে ও
মরকটা ইসলামিয়া আলিম মাদরাসার নবম শ্রেণীর ছাত্র। ঘটনাটি ঘটেছে বুধবার
বিকেলে একই ইউনিয়নের করপাটি ধনু মেম্বারের বাড়ি সংলগ্ন ব্রিজের উপর। রাতে
তথ্যটি নিশ্চিত করেছেন ইউপি মেম্বার নাছির উদ্দিন।
স্থানীয় সূত্র ও
প্রতিবেশি আবদুল হালিম জানান, হাফেজ ফাহাদ বুধবার দুপুরে তাঁর জেঠাতো ভাই
সানজিদ হাবিবের মোটর সাইকেল নিয়ে পাশ^বর্তী মরকটা গ্রামে চাচাতো বোনের
বাড়িতে দাওয়াত খেতে যান। বিকেলে মোটর সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে করপাটি
ধনু মেম্বারের বাড়ি সংলগ্ন ব্রিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়
হাফেজ ফাহাদ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা নেয়ার
পথে হাফেজ ফাহাদের মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
চিকিৎসক মনসুর এনাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হাফেজ ফাহাদকে
প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় প্রেরণ করা হয়। কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়’।