শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২
মুরাদনগরে পিবিজিএসআই স্কিমে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে পুরস্কার
মোঃ সাজ্জাদ হোসেন, মুরাদনগর
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ১২:৩৯ এএম |



কুমিল্লার মুরাদনগরে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর বাস্তবায়নে উপজেলা কবি নজরুল মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সফিউল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন ও সরকারি কলেজের উপাধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের শিক্ষার গুরুত্ব ও ভবিষ্যতের জন্য প্রস্তুতির বিষয়ে দিকনির্দেশনা দেন। কাজিয়াতল মাদ্রাসার সুপার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় শিক্ষক ও সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ, রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, আব্দুল মজিদ কলেজের সহকারী অধ্যাপক মোঃ বিল্লাল হোসেন, ঘোড়াশাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ তাজুল ইসলাম, কাজিয়াতল রহিম রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে মুরাদনগরের কৃতি শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে তাদের অবদানের জন্য স্বীকৃতি প্রদান করা হলো, যা তাদের ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা যোগাবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আগুনে পোড়া শিশুদের অসহনীয় আর্তনাদ
মৃত্যুঞ্জয়ী মাহেরীন চৌধুরী
বাঁচানো গেল না মাহাতাবকে
তারেক রহমান আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী
প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে কুমিল্লা জিলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাষ্ট্রীয় বৈষম্যের শিকার কুমিল্লা’
বাঁচানো গেল না দেবিদ্বারের মাহতাবকে
ঢাকার আগুনে আলু পোড়াদিয়ে খেতে চেয়েছিলআওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ
এক চাঁদাবাজ খেদাই আরেক চাঁদাবাজহাজির হয়: হান্নান মাসউদ
সেই যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহানকে বদলি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২