কুমিল্লার
মেঘনায় সাধারণ জনগণ ও নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেছেন বাংলাদেশ খেলাফত
মজলিসের কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসন থেকে একক প্রার্থী প্রার্থী আলহাজ্ব
মাওঃ আব্দুল হাই মক্কী।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৩টায় চালিভাঙ্গা
ইউনিয়নের নলচর মোহাম্মদুল্লাহ নগর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মাঠে এ
সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা জেলা পশ্চিমাঞ্চলের সভাপতি মাওলানা মুহাঃ
আবু ইউসুফ মুন্সী।
এসময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস হোমনা
উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মজিদ, বাংলাদেশ খেলাফত মজলিস মেঘনা
উপজেলা শাখা'র সহ-সভাপতি মাওলানা কামরুল ইসলাম আরেফী, চালিভাঙ্গা ইউনিয়নের
ওলামায়ে কেলাম ও সর্বস্তরের জনগণ।
কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের দলীয়
মনোনীত একক প্রার্থী আলহাজ্ব মাওলানা আব্দুল হাই মক্কী জনগণের উদ্দেশ্য
বলেন, আপনারা এদেশের বর্তমান অবস্থার পরিবর্তন চান? তাহলে বাংলাদেশ খেলাফত
মজলিসকে সহযোগীতা করুন, দেশ ও দেশের জনগণের কল্যাণে বৈষম্য দূরীকরণে
"রিক্সা মার্কাকে" বেঁছে নিন। আপনার মূল্যবান মতামত ও সহযোগিতা দিয়ে জনগণের
সেবা করার সুযোগ দিন।