কুমিল্লার
হোমনায় কিন্ডার গার্টেন ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর
শিক্ষার্থীদেরকে বৃত্তি পরীক্ষা থেকে বৈষম্যমূলকভাবে সরকারী সিদ্ধান্তে বাদ
দেয়া হয়েছে।
এরই প্রতিবাদে উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেন ও বেসরকারী
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবাদ সভা শেষে মানববন্ধন
করেন।
বৃহস্পতিবার ২৪জুলাই সকালে হোমনা উপজেলা কিন্ডার গার্টেন
অ্যাসোসিয়েশনের উদ্যোগে হোমনা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী সমাবেশ
অনুষ্ঠিত হয়।
বক্তারা, সরকারের এই সিদ্ধান্তকে বৈষম্য হিসেবে অভিহিত করে
বলেন, শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ
গ্রহণ করলে অনেক শিক্ষার্থীর মেধাবিকাশে বাধা সৃষ্টি হবে।
উপজেলা
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক
রাকিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বৈষম্য দূরীকরণের আহ্বায়ক
জাহাঙ্গীর আলম, সদস্য সচিব এএইচএম মোবারক হোসেন, বিকাশ চন্দ্র সাহা, মোবারক
হোসেন দুকুল, রাসেল মিয়া ও নাছির উদ্দীন প্রমুখ। এ সময় উপজেলার সকল
কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও শিক্ষকগণ ও শিশু শিক্ষার্থীরা উপস্থিত
ছিলেন।
বক্তারা আরো বলেন, গত ১৭জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায়
কেবল সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার সুযোগ রাখা
হয়েছে। এতে হোমনা উপজেলার সহস্রাধিক শিক্ষার্থী এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত
হবে। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে যে বৈষম্যের বিভেদ তৈরি হচ্ছে তা শিশুদের
মনে বিরূপ প্রভাব ফেলবে। তাই এই বৈষম্যের হাত থেকে কচিকাঁচা কোমলমতি
শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি
আকর্ষণ করেন তারা এবং এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, দাবি
পূরণ না হলে আগামী দিনে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে
অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা'র
মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।