নিজস্ব
প্রতিবেদক: আওয়ামী লীগের সাথে কোনো রাজনৈতিক দলের সখ্যতা মেনে নেওয়া
হবেনা- উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য
সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ঢাকায় মাইলস্টোন যখন আগুনে পোড়া
যাচ্ছিলো,তখন সেখানে আওয়ামী লীগ আলু পোড়া দিয়ে খেতে চেয়েছিল। তাই আপনাদেরকে
বলবো- আপনি বিএনপি করেন সমস্যা নেই, জামায়াতে ইসলামী করেন সমস্যা নেই।
কিন্তু আওয়ামী লীগের সাথে সখ্যতা কোনোভাবেই মেনে নেয়া হবে না।
বুধবার
(২৩ জুলাই) বিকেলে কুমিল্লা বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা শেষে
নগরীর টাউনহল মাঠেরশোকসভায় এসব কথা বলেন হাসানাত আবদুল্লাহ।
এসময় তিনি মাইলস্টোনের ঘটনার নিরপেক্ষ তদন্তসহ নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি নিরসন ও শিক্ষকদের উপর নির্যাতনের বিচার দাবী করেন।
বক্তব্যে
হাসানাত আবদুল্লাহ আরো বলেন, ফ্যাসিবাদ এই কুমিল্লায় বিএনপিকে নির্যাতন
করেছে, জামায়াতকে নির্যাতন করেছে। তাই আমরা আপনাদের উদাত্ত আহবান করবো
কুমিল্লা ও বাংলাদেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীর
বাংলাদেশ বিনির্মানে অবশ্যই অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।
যারা অহংকার
করে মাটিতে হাটেন, আল্লাহ তাদের অপছন্দ করেন, তাদের ধ্বংস করে দেন উল্লেখ
করে হাসনাত আবদুল্লাহ আরো বলেন, সে কথার প্রমাণ আমরা পেয়েছি হাসিনাকে ধ্বংস
করার মধ্য দিয়ে, কুমিল্লা থেকে বাহার-সূচনাকে উৎখাত করার মধ্য দিয়ে। আমরা
প্রেস কনফারেন্সেও দেখেছি, হাসিনা দম্ভ করে বলেছিলো, কুমিল্লা নামের আগে
যেহেতু ‘কু’ আছে, এই কুমিল্লা নামে বিভাগ হবে না। হাসিনাকে উৎখাত করে আমরা
বলছি- বিভাগ হবে, কুমিল্লা নামেই বিভাগ হবে।
এনিসিপি উত্তরাঞ্চলের মূখ্য
সমন্বয়ক সারজিস আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম আহবায়ক
সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির, কুমিল্লা অঞ্চলের
সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, এনসিপির কুমিল্লা
মহানগরীর প্রধান সমন্বয়ক সিরাজুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।