প্রদীপ
মজুমদার :" কম্পিউটার প্রশিক্ষণে যৌন হয়রানি, বিচারের দাবিতে মানববন্ধন"
শিরোনামে দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকায় সংবাদ প্রকাশের পর কুমিল্লার
লালমাই উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানকে চট্টগ্রামের
লোহাগাড়ায় বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে যুব উন্নয়ন
অধিদপ্তরের উপ সচিব মো. মাসুম আহম্মেদ স্বাক্ষরিত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে
বদলির এই আদেশ দেওয়া হয়। আদেশটি অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে
জানানো হয়েছে।
এর আগে গত ১০ জুলাই ১০ জন নারী প্রশিক্ষণার্থী অভিযুক্ত
যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী
কর্মকর্তা হিমাদ্রী খীসার কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন। ভুক্তভোগীদের
অভিযোগ ছিল, প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদন করার পর মোবাইল ফোনে নানা
অজুহাতে অফিসে আলাদাভাবে তাদের ডেকে পাঠান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। গত
২৬ জুন তিনি একাধিক নারী প্রশিক্ষণার্থীকে অফিসে ডেকে নিয়ে যৌন হয়রানি
করেন। অভিযোগ দেওয়ার ২৬ দিন পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো তদন্ত বা
শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় ফুঁসে উঠে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। পরে,
গত সোমবার (২১ জুলাই) বিকেলে ওই ঘটনার বিচারের দাবিতে কুমিল্লা-নোয়াখালী
আঞ্চলিক মহাসড়কের লালমাই থানার সামনে মানববন্ধন করেন শিক্ষার্থী, সচেতন
নাগরিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।