প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১:৪২ এএম আপডেট: ২৪.০৭.২০২৫ ২:২১ এএম |

জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশে রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হয়েছে কুমিল্লা। রাষ্ট্রীয় কোন উন্নয়নের ছোয়া কুমিল্লায় লাগেনি এ কুমিল্লায়। এখানকার মানুষ প্রবাসে থাকে। নিজ যোগ্যতায় চাকরি পায়। মাথা পিছু আয় বেশি। এই কুমিল্লার মানুষ আত্মনির্ভরশীল। বর্তমানে কুমিল্লার রাস্তাঘাট, অবমাঠামোর যে উন্নয়ন হয়েছে, সকল কিছুই এখানাকার মানুষের নিজ উদ্যোগে হয়েছে। কুমিল্লার উন্নয়নে যা বাজেট হয়েছে তা নির্দিষ্ট একটি দলের পকেট ভারী করেছে।
বুধবার (২৩ জুলাই) বিকেলে কুমিল্লা বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা শেষে নগরীর টাউনহল মাঠের শোকসভায় বিগত সরকারের আমলে কুমিল্লা রাষ্ট্রীয় বৈষম্যের বিষয়ে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, কুমিল্লার (শাসনগাছা) ফ্লাইওভার দেখেন, এটি রাষ্ট্রীয় অর্থ অপচয়ের নিদর্শন। এ ফ্লাইওভার মানুষের কোন কাজে আসেনি। যেমন যানজট, তেমন যানজটই রয়ে গেছে। কুমিল্লার মানুষ রেমিট্যান্স যুদ্ধা। তারা প্রবাসে থাকেন। প্রতিষ্ঠিত হোন। নিজ যোগ্যতায় আয়ের টাকায় ছেলে মেয়েদের লেখাপড়া করান। কুমিল্লার মানুষ যে রাষ্ট্রয়ভাবে বঞ্চিত হচ্ছে, এ বঞ্চিতের আমরা অপসারণ চাই। এ সরকারকে অবশ্যই কুমিল্লার বিষয়ে সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে। দেশের উত্তরের রাস্তাঘাটের তুলনায় কুমিল্লার রাস্তাঘাটের অবস্থা খবই খারাপ। সরকার যদি রাস্তাঘাটের উন্নয়নে সিদ্ধান্ত না নেই, আমরা নিজেদের টাকায় নিজেদের রাস্তাঘাটের উন্নয়ন করবো।

যারা অহংকার করে মাটিতে হাটেন, আল্লাহ তাদের অপছন্দ করেন, তাদের ধ্বংস করে দেন উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ আরো বলেন, সে কথার প্রমাণ আমরা পেয়েছি হাসিনাকে ধ্বংস করার মধ্য দিয়ে, কুমিল্লা থেকে বাহার-সূচনাকে উৎখাত করার মধ্য দিয়ে। আমরা প্রেস কনফারেন্সেও দেখেছি, হাসিনা দম্ভ করে বলেছিলো, কুমিল্লা নামের আগে যেহেতু ‘কু’ আছে, এই কুমিল্লা নামে বিভাগ হবে না। হাসিনাকে উৎখাত করে আমরা বলছি- বিভাগ হবে, কুমিল্লা নামেই বিভাগ হবে।
এনিসিপি উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির, কুমিল্লা অঞ্চলের সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় সদস্য হাফসা জাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।