কুমিল্লা দেবিদ্বারে ৮১ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে মোট জিপিএ ৫ পেয়েছে ২৭১ জন। এর মধ্যে শতভাগ পাস করেছে দুটি বিদ্যালয়। মোট ৫০ টি মাধ্যমিক বিদ্যালয়, ৩১ টি দাখিল মাদরাসা ও ভোকেশনালসহ মোট ৬ হাজার ৬৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ হাজার ৯৩৩ জন। যা মোট পাশের হার ৭৩ দশমিক ৬৬ শতাংশ এবং অকৃতকার্য হয়েছে ১ হাজার ৭৬৬ জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মো. জাহাঙ্গীর আলম। শতভাগ পাশ করা বিদ্যলয়গুলো হলো, বাঙ্গুরী উচ্চ বিদ্যালয় ও দেবিদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ। বাঙ্গুরী উচ্চ বিদ্যালয় থেকে ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ জনই পাস এবং জিপিএ- ৫ পেয়েছে ২ জন, অপর দিকে দেবিদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮ জনই পাশ ও জিপিএ- ৫ পেয়েছে ৯ জন।
এদিকে ৫০ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪হাজার ৯৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩ হাজার ৬৭৫ জন এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০৭, পাশের হার শতকরা ৭৩ দশমিক ৬৬। ৩১ টি দাখিল মাদরাসার ১ হাজার ৩১১ জনের মধ্যে পাশ করেছে ৯০৬ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৮ জন। পাশের হার ৬৯ দশমিক ১০। এসএসসি (ভোকেশনাল) থেকে মোট ৩৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৫২ জন, জিপিএ ৫ পেয়েছে ৪৬ জন। পাশের হার ৮৮ দশমিক ২২ শতাংশ। উপজেলার দেবিদ্বার রেয়াজউদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২৪৬ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৩৮, জিপিএ ৫ পেয়েছে ৭১ জন এবং মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২২১ জন এবং জিপিএ ৫ পেয়েছে ৩৭ জন। এদিকে এসএসসিতে কুমিল্লা বোর্ডে এ বছর মোট ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। গড় পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। এ বছর মোট জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ৯০২। বৃহস্পতিবার দুপুর ২ টায় বোর্ড মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম। ফলাফল ঘোষণার সময় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।