এসএসসি
২০২৫ সালের পরীক্ষার ফলাফলে কুমিল্লার লালমাই উপজেলার মধ্যে জিপিএ-৫ শীর্ষ
স্থান অর্জন করেছে হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ। গড় পাশের হার ৭৭
শতাংশ এবং ২০ জন শিক্ষার্থীর জিপিএ-৫ প্রাপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি
উপজেলার মধ্যে সর্বোচ্চ ফলাফল করেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে হাজতখোলা
উচ্চ বিদ্যালয়, প্রতিষ্ঠানটির গড় পাশের হার ৮০ শতাংশ এবং ১২ জন শিক্ষার্থী
জিপিএ-৫ পেয়ে চমক সৃষ্টি করেছে। তৃতীয় অবস্থানে রয়েছে বাগমারা বালিকা উচ্চ
বিদ্যালয়, যাদের পাশের হার ৮১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১১ জন।
এছাড়া
৪র্থ গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয় পাশের হার ৬৯ শতাংশ জিপিএ-পেয়েছে ১০ জন,৫ম
ছোটশরীফপুর উচ্চ বিদ্যালয় পাশের হার ৬৯ শতাংশ জিপিএ -৫ হলো ৭ জন। এসএসসি
পরীক্ষায় উপজেলায় পাশের হার ৭২ শতাংশ।
এছাড়া দাখিল পরীক্ষায় পাশের হার
৯৭ শতাংশ জিপিএ -৫ টা পেয়ে উপজেলায় প্রথম হয়েছে মোহনপুর আলিম মাদ্রাসা, ৩
টি জিপিএ- ৫ পেয়ে দ্বিতীয় হয়েছেন ফয়েজগঞ্জ ইসলামীয়া আলিম মাদ্রাসা। দাখিল
পরীক্ষায় উপজেলায় পাশের হার ৭৮ শতাংশ।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার
হিমাদ্রি খীসা বলেন, ভালো ফল করা প্রতিষ্ঠানগুলোকে আমরা অভিনন্দন জানাচ্ছি।
পাশাপাশি যেসব বিদ্যালয় পিছিয়ে পড়েছে, সেগুলোকে উন্নয়নের লক্ষ্যে বিশেষ
পর্যবেক্ষণ ও পরামর্শ প্রদান করা হবে।
শিক্ষা বিশ্লেষকরা মনে করেন,
শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক-অভিভাবক-প্রশাসনের সম্মিলিত
প্রচেষ্টা প্রয়োজন। বিশেষ করে পিছিয়ে পড়া বিদ্যালয়গুলোর পাঠদান পদ্ধতি ও
ব্যবস্থাপনায় পরিবর্তন আনা না গেলে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।