বুধবার ৩ ডিসেম্বর ২০২৫
১৯ অগ্রহায়ণ ১৪৩২
টিপুকে শীঘ্রই বিএনপির কেন্দ্রীয় নেতা হিসেবে দেখতে পাবো: আসিফ আকবর
মোঃ হাসান
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ২:০১ এএম আপডেট: ০৮.০৭.২০২৫ ২:৪২ পিএম |


  টিপুকে শীঘ্রই বিএনপির  কেন্দ্রীয় নেতা হিসেবে দেখতে  পাবো: আসিফ আকবর বাংলাদেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় তারকা আসিফ আকবর কুমিল্লায় সৌজন্য সাক্ষাতে মিলিত হলেন জাতীয়তাবাদী দল-বিএনপির কুমিল্লা মহানগরীর সাধারণ সম্পাদক ও আলোচিত মানবিক সংগঠন ‘বিবেক’-এর প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপুর সাথে।
৭ জুলাই (সোমবার) বিকেল ৫টায় নগরীর চর্থা এলাকার ‘বিবেক’ কার্যালয়ে আয়োজিত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় "বিবেক" টিমের সকল সদস্যদের সাথে মতবিনিময় ও বিবেক অফিস পর্যবেক্ষণ করেন তিনি।
সাক্ষাতে আসিফ আকবর বলেন, “করোনাকালীন সময়ে বিবেক যে অসামান্য অবদান রেখেছে তা সত্যিই অনন্য। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়ে বিবেক প্রমাণ করেছে মানবিকতার কোনো সীমানা নেই।” তিনি আরো বলেন, “আমি আজ এখানে এসেছি শুধু কৃতজ্ঞতা জানাতে। বিবেকের সেই মানবিক কর্মকাণ্ড আমাকে অনুপ্রাণিত করেছে।”
আলোচনায় আসিফ আকবর কুমিল্লা মহানগর ও সমগ্র জেলাকে একটি উন্নত ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলার স্বপ্নের কথা তুলে ধরেন। বিশেষ করে কুমিল্লার তরুণ প্রজন্মকে সংগীত, সংস্কৃতি ও খেলাধুলায় এগিয়ে নিতে ইউসুফ মোল্লা টিপুকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অনুরোধ জানান এই সংগীত তারকা।
তিনি বলেন, “যদি আমরা আমাদের নতুন প্রজন্মকে গানের মঞ্চ, ক্রীড়াঙ্গন ও সৃজনশীলতায় আগ্রহী করে তুলি, তবে কুমিল্লা হয়ে উঠবে একটি মডেল জেলা। আমি বিশ্বাস করি, ইউসুফ মোল্লা টিপু এগিয়ে এলে এই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।”
আলোচনায় আরও উঠে আসে কুমিল্লা নগরীর সামগ্রিক উন্নয়ন, যুবসমাজকে উৎসাহিত করা এবং খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় এগিয়ে নিতে প্রয়োজনীয় পরিকল্পনার কথা। আসিফ আকবর আশাবাদ ব্যক্ত করেন, ইউসুফ মোল্লা টিপু অগ্রণী ভূমিকা পালন করবেন এবং কুমিল্লার মানুষ তাকে সর্বাত্মক সহযোগিতা করবে।
আসিফ আকবরকে শুভেচ্ছা জানিয়ে ইউসুফ মোল্লা টিপু বলেন,আমি সর্বপ্রথম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় ভাই, কুমিল্লার গর্ব, যিনি বহুবার স্বর্ণপদক অর্জন করেছেন এবং বাংলাদেশ ও বিশ্বের মাঝে আমাদের কুমিল্লাকে তুলে ধরেছেন। আমাদের সেই প্রিয় ভাই আজ আমাদের ‘বিবেক’ অফিসে এসেছেন।
বিবেকের কার্যক্রমের অংশ হিসেবে প্রথম যখন আমরা একটি লাশ দাফন করি, তিনি আমাদেরকে ধন্যবাদ ও স্বাগত জানিয়ে একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাস মুহূর্তের মধ্যে বাংলাদেশসহ বহির্বিশ্বে ছড়িয়ে পড়ে। আমি যেখানে যেতাম, সবাই আমাকে আসিফ ভাইয়ের ছোট ভাই হিসেবে চিনতো। যদিও আমি বিবেকের প্রতিষ্ঠাতা, তবুও আমি নিজেকে আসিফ ভাইয়ের ছোট ভাই পরিচয় দিতে গর্ববোধ করতাম। এই পরিচয় আমার কাছে অত্যন্ত গর্বের ছিল। মানুষ এমনও ভাবতো, আমি ওনার আপন ছোট ভাই।
আসিফ ভাই শুধু ক্রীড়াঙ্গন ও সংগীত জগতের তারকা নন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্যও। আমরা কুমিল্লা মহানগর বিএনপির পক্ষ থেকেও আমাদের এই দলীয় নেতাকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই।
করোনাকালীন সময়ে আমরা ৪৭৬ জনের লাশ দাফনসহ বিভিন্ন সময় মানুষের সেবায় পাশে থাকার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায়, নগরবাসীকে ডেঙ্গু থেকে রক্ষা করতে ও সরকারি দপ্তরগুলোর বিলম্বিত কার্যক্রম দেখে, বিবেকের উদ্যোগে মশা নিধন কার্যক্রম শুরু করি। বিবেকের সকল কর্মকাণ্ডে আসিফ ভাই সবসময় আন্তরিকভাবে সহযোগিতা করেন, উদ্দীপনা দেন।
আজও তিনি আমাদের সামাজিক কার্যক্রম এবং কুমিল্লা নগরীকে এগিয়ে নিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দিতে আমাদের মাঝে এসেছেন। এজন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
সাক্ষাত শেষে বিবেক টিমের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আসিফ আকবরের সাথে। পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল,বিবেকের সদস্যরা ও গণমাধ্যমকর্মীরা।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ১৬ বছরের কিশোর নিখোঁজ: খোঁজ দিতে পরিবারের আকুতি
কুমিল্লার ১৮ থানার লটারির মাধ্যমে নতুন ওসির পদায়ন
আমি রাজমিস্ত্রির ছেলে এমপি ইলেকশন করছি এটাই তো বড় বিষয়: হাসনাত আব্দুল্লাহ
মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা নগরী যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান
আমি রাজমিস্ত্রির ছেলে এমপি ইলেকশন করছি এটাই তো বড় বিষয়: হাসনাত আব্দুল্লাহ
কুমিল্লার ১৮ থানার লটারির মাধ্যমে নতুন ওসির পদায়ন
লাকসামে রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৯
যে কারণে টিউলিপের সাজা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২