প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১:২২ এএম আপডেট: ১৭.০১.২০২৬ ১:৩০ এএম |
হাইওয়ে
পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-১১,
সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল। বৃহস্পতিবার গভীর রাতে কুমিল্লার
মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের ভূঁইয়াবাড়ি ব্রিজ
সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল লাজৈর গ্রাম এলাকায়
বিশেষ অভিযানে নামে। অভিযান চলাকালে অপরাধীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
তৎপরতা টের পেয়ে অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত
অবস্থায় একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় রাইফেল উদ্ধার করা হয়।
এ
বিষয়ে র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম
জানান, গত ৫ আগস্টের প্রেক্ষাপটে বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া
অস্ত্র উদ্ধারে র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত
অস্ত্রগুলো আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের
কার্যক্রম চলমান রয়েছে।
তিনি
আরও উল্লেখ করেন, এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের
লক্ষ্যে র্যাবের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক, তাদের আইনের
আওতায় আনতে র্যাব বদ্ধপরিকর।
এদিকে, দীর্ঘদিন পর লুট হওয়া অস্ত্র
উদ্ধারের খবরে মুরাদনগর ও সংলগ্ন এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় বাসিন্দারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সফল অভিযানকে স্বাগত
জানিয়েছেন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এমন তৎপরতা বজায় রাখার দাবি জানিয়েছেন।