শুক্রবার ১১ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২
পিতা-পুত্রের স্বপ্ন পুরনে পরিবার নিয়ে প্রবাসীর হেলিকপ্টারে আগমন
প্রদীপ মজুমদার
প্রকাশ: রোববার, ৬ জুলাই, ২০২৫, ১:১৯ এএম |


সৌদি আরব প্রবাসী কবির মজুমদার তার পিতা এবং তিন ছেলের স্বপ্ন ছিল সপরিবারে প্রবাস থেকে হেলিকপ্টারে চড়ে গ্রামের বাড়িতে ফিরবেন। সেই স্বপ্ন পূরণ করতে বাবা ও স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন সৌদি প্রবাসী আলহাজ্ব কবির হোসেন মজুমদার। শনিবার (৫ জুলাই) সকাল ৮টায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে দুপুর ১টায় তাদের বহনকারী হেলিকপ্টারটি কুমিল্লা লালমাই উপজেলার ভুশ্চি ছোট শরীফপুর ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করে। এ-সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী। পরে হেলিকপ্টার থেকে নেমে সপরিবারে একটি মাইক্রোবাসযোগে প্রবাসীর নিজ গ্রাম ভূলইন দক্ষিণ ইউনিয়নের পরতী গ্রামের বাড়িতে পৌঁছান। প্রবাসী কবির মজুমদার ওই গ্রামের হাজী আবদুল খালেক মজুমদারের মেজো ছেলে। দীর্ঘ ১০ বছর পর শনিবার বাবা, স্ত্রী ও তিন ছেলে নয়ন মজুমদার, সাফওয়ান মজুমদার ও আদনান মজুমদার কে নিয়ে দেশে আসেন তিনি।
স্থানীয়রা জানান, জীবিকার তাগিদে ২৯ বছর ধরে সৌদি আরবে বসবাস করেন কবির মজুমদার। তাঁর আয়ে সচ্ছল এখন পুরো পরিবার। শুধু তাই নয়, তার সহায়তায় উপকৃত হয়েছেন নিকট আত্মীয়স্বজনসহ এলাকার মানুষ। তিনি সুখে-দুঃখে এলাকার মানুষের পাশে থাকেন।
এ-সময় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কবির মজুমদার বলেন, প্রথমত আমি সকল কিছুর জন্য আল্লাহর নিকট শুকরিয়া জানাই। মূলত বাবা এবং সন্তানদের ইচ্ছায় আজ হেলিকপ্টার দিয়ে গ্রামে আসা। দীর্ঘ বছর পর নিজ গ্রামের আলো-বাতাস পেয়ে ভালো লাগছে।
এদিকে ভূশ্চি এলাকায় প্রথমবারের মতো হেলিকপ্টার অবতরণ করে। এই দৃশ্য ও হেলিকপ্টার দেখতে স্থানীয় বাসিন্দাসহ আশপাশের কয়েক গ্রামের নারী-পুরুষ-শিশুসহ কয়েক হাজার উৎসুক জনতার ভিড় জমে। স্থানীয়রা বলছে প্রবাসীদের এমন আসা তাদের জন্য সম্মান বয়ে আনছে। প্রতিটি প্রবাসী এমন সম্মান নিয়ে দেশে ফিরুক সেটাই আশা করছেন স্থানীয়রা।
ভূশ্চি ফাঁড়ি থানার ইনচার্জ আমিনুর রহমান সুমন বলেন, ভূশ্চি এলাকায় হেলিকপ্টার অবতরণের খবরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম ছিল দায়িত্বরত পুলিশ সদস্যরা।













সর্বশেষ সংবাদ
‘মেধাবীরা মানবিকে পড়তে চায় না’!
কুমিল্লা বোর্ডে কমেছে পাশের হার ও জিপিএ-৫
বাড়ছে কুমিল্লার গোমতী নদীর পানি, ভাসছে কৃষকের ফসল
শতভাগ পাস মাত্র ২২টি প্রতিষ্ঠানে
কুমিল্লায় এসএসসিতে অকৃতকার্য ২ শিক্ষার্থীর আত্মহত্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীর আ ত্ম হ ত্যা
এসএসসিতে কুমিল্লা বোর্ডে গড় পাসের হার ৬৩ দশমিক ৬০
কুমিল্লায় যাত্রা শুরু করলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র
মনোহরগঞ্জে লক্ষণপুর ইসলামিয়া ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন
বিয়ের ৩৬ দিনে মাথায় প্রবাসীকে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২