শুক্রবার ১১ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২
দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ড; তিন জন আহত
আলমগীর হোসেন, দাউদকান্দি
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ১:২৯ এএম |



 দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে  অগ্নিকাণ্ড; তিন জন আহত  দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুর্হূতের মধ্যে ধোয়া বের হয়ে চারদিক অন্ধকার হয়ে যায় । তবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এসময় রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি করতে থাকে।
শনিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলায় স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হাসাপাতালের ওয়ার্ডে ভর্তি রোগীদের এবং বহিঃবিভাগে চিকিৎসা সেবা প্রায় দুই ঘন্টা বন্ধ ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দাউদকান্দি ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১ টার দিকে হাসপাতালের তিনতলার ষ্টোর কক্ষে আগুনের ধোয়া দেখা যায়। ধোয়া দেখে পাশের ওয়ার্ডের রোগীর স্বজন ও নার্সরা আগুন আগুন বলে চিৎকার শুরু করে। এ সময় হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনরা দৌঁড়াদৌড়ি শুরু করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পল্লী বিদ্যু ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে হাসপাতালের আউটসোর্সিংয়ে কর্মরত ইয়াসিন, মেহেদি ও মুছা নামে তিন কর্মচারী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। 
এবিষয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের উপ- সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিচ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসার পর স্থানীয় এবং হাসপাতালের লোকজনের সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। প্রাথমিক ধারনা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে মূল কারণ জানা যাবে।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) ইশরাদ হোসাইন জানান, হাসপাতালের সামনের পুকুরে পানি উৎস থাকায় দ্রুত সময়ে আগুন নিভানো সম্ভব হয়েছে। 
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন, তৃতীয় তলায় ডেঙ্গু রোগীদের ওয়ার্ডের পাশের কক্ষে ঔষধসহ রোগীদের সেবার কাজে ব্যবহৃত সব ধরনের মালামালের সাথে কিছু দামী সরঞ্জামও ছিল। ওই কক্ষে আগুনে অধিকাংশ মালামালই পুড়ে নষ্ট হয়ে গেছে। কিছু মালামাল বের করতে পারলেও তা ভালো আছে কিনা পরবর্তীতে যাচাই করে বলেতে পারবো । আগুনে ক্ষতির পরিমান এখন নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আর আগুন নিয়ন্ত্রণ এবং মালামাল বিশেষ করে অক্সিজেন সিলিন্ডার বের করতে গিয়ে আমাদের আউটসোর্সিংয়ে কাজ করা তিনজন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান সেনাবাহিনীর টিম, দাউদকান্দি মডেল থানা পুলিশ, গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ, দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ ও দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম।















সর্বশেষ সংবাদ
‘মেধাবীরা মানবিকে পড়তে চায় না’!
কুমিল্লা বোর্ডে কমেছে পাশের হার ও জিপিএ-৫
বাড়ছে কুমিল্লার গোমতী নদীর পানি, ভাসছে কৃষকের ফসল
শতভাগ পাস মাত্র ২২টি প্রতিষ্ঠানে
কুমিল্লায় এসএসসিতে অকৃতকার্য ২ শিক্ষার্থীর আত্মহত্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীর আ ত্ম হ ত্যা
এসএসসিতে কুমিল্লা বোর্ডে গড় পাসের হার ৬৩ দশমিক ৬০
কুমিল্লায় যাত্রা শুরু করলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র
মনোহরগঞ্জে লক্ষণপুর ইসলামিয়া ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন
বিয়ের ৩৬ দিনে মাথায় প্রবাসীকে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২