শনিবার ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২
চান্দিনায় এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ
সরকারই উস্কানি দিয়ে তাদেরকে গোপালগঞ্জ পাঠিয়েছে
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১:৩৪ এএম |



সরকারই উস্কানি  দিয়ে তাদেরকে গোপালগঞ্জ পাঠিয়েছেরণবীর ঘোষ কিংকর।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মহাসচিব বীরমুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন- এনসিপি সরকারের দল, সরকারই উস্কানি দিয়ে তাদেরকে গোপালগঞ্জ পাঠিয়েছে। সরকার তাদের মদদ দিয়েই এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে, যাতে বলতে পারে দেশে এখনও নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয় নাই। 
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে তাঁর নিজ নির্বাচনী এলাকা কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর আজম উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপি’র কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। 
তিনি বলেন- কোন রাজনৈতিক দলকে পাহারা দিয়ে রাজনৈতিক কর্মসূচী পালন করতে দেয়া সরকারের দায়িত্ব নয়। এই সরকার অন্য কোন রাজনৈতিক দলকে ওই সুযোগ দিচ্ছে না, দেয়ার কথাও না। কিন্তু যে দলটি এখনও নির্বাচন কমিশনের নিবন্ধনই পায়নি ওই একটি দলকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজনৈতিক কর্মসূচী পালন করতে সহযোগিতা করছে। 
সাবেক ওই প্রতিমন্ত্রী আরও বলেন- গোপালগঞ্জ দেশের একটি ছোট্ট জেলা। মাত্র ৩টি আসন নিয়ে জেলাটি গঠিত। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছে, কোথাও বাঁধাগ্রস্থ হয়নি। গোপালগঞ্জে কেন বাঁধাগ্রস্থ হয়েছে? 
সরকারের তরফ থেকে বলা হচ্ছে তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল না। যেখানে পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে, ইউএনও গাড়িতে হামলা করেছে এবং যে জেলার মানুষ শেখ মুজিব বা শেখ হাসিনার জন্য জীবন দিয়ে দিতে পারে ওই জেলায় গিয়ে আপনার লোকজন ‘মুজিববাদ মুর্দাবাদ, শেখ হাসিনা ও শেখ মুজিবের সব শেষ করে দিবো’ এ জাতীয় বক্তব্য দেয়া বা শ্লোগান দিলে কি হতে পারে সেই ধারণা সরকারের না থাকাটা কতটুকু যৌক্তিক? 
বীরমুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন- রাজনীতিবিদরাই এদেশ সৃষ্টি করেছে, রাজনীতিবিদরাই এদেশ স্বাধীন করেছে। আপনার মতো বিদ্বান লোকেরা সেদিন আল্লাহ আল্লাহ করেছেন, কিন্তু মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন নাই। দেশ কিভাবে পরিচালনা করতে হয় সেটা রাজনীতিবিদরাই জানে। এসব তালবাহানা না করে দ্রুত নির্বাচন দিন। 
এতবারপুর ইউনিয়ন এলডিপি সভাপতি জয়নাল আবেদীন মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, এলডিপি’র কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের।
চান্দিনা পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি সাজ্জাত হোসেন এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা গণতান্ত্রিক যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক মাঈনুদ্দিন সরকার, ইউনিয়ন এলডিপি সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, এলডিপি নেতা কাউসার আহমেদ কাকুল, মোজাম্মেল হক, রাসেল প্রমুখ।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কোম্পানীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
গোপালগঞ্জে কারফিউয়ের মেয়াদ আরো বাড়ল
আটক ১৬৪
ঢাকায় জামায়াতের সমাবেশে যোগ দিতে কুমিল্লা থেকে যাবেন লক্ষাধিক নেতাকর্মী
কুমিল্লায় বিএনপির মৌন মিছিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যাত্রীর ফেলে যাওয়া ১৫ লাখ টাকা ফেরত দিলেন ইজিবাইক চালক
তিতাসে যুবকের মরদেহ উদ্ধার- বরিশাল থেকে কুমিল্লায় এনে গলা কেটে হত্যা
বিএনপি কারো উস্কানিতে জড়াবেনা -আবুল কালাম
কোম্পানীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
সরকারই উস্কানি দিয়ে তাদেরকে গোপালগঞ্জ পাঠিয়েছে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২