বুধবার ৩০ জুলাই ২০২৫
১৫ শ্রাবণ ১৪৩২
নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান অবস্থার সমাপ্তি ঘটবে- ডাঃ তাহের
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১:৫২ এএম |



  নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান  অবস্থার সমাপ্তি ঘটবে- ডাঃ তাহেরচৌদ্দগ্রামপ্রতিনিধি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও প্রতিনিধিত্বমূলক নির্বাচনের মাধ্যমে বর্তমান এ অবস্থার পরিসমাপ্তি ঘটাতে পারে। বর্তমান সরকার এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে একটি সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতি বজায় রাখতে সরকার বার বার রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করবেন।
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়ে বলেন, আমরা পারস্পরিক সম্পর্ক এবং জবাবদিহীতার মাধ্যমে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে সরকারকে সহযোগিতা করতে হবে।
তিনি মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে চিওড়া, কনকাপৈত ও বাতিসা ইউনিয়ন জামায়াতের র্নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌরসভা আমীর মাওলানা ইব্রাহীম। শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি, বাতিসা, কনকাপৈত ও চিওড়া ইউনিয়নের নির্বাচনী পরিচালক মজিবুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী জামায়াত নেতা এম ইউসুফ, শাহজাহান সাজু, আইয়ুব আলী ফরায়েজী, বাতিসা ইউনিয়ন জামায়াতের আমীর সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, চিওড়া ইউনিয়ন জামায়াত নেতা শাহ নেওয়াজ কাজল, জামায়াত নেতা মহিউদ্দিন আহমেদ ভুঁইয়া নাইম, জামায়াত নেতা মেজবাহ উদ্দিন, চিওড়া ইউনিয়ন জামায়াতের আমীর শাহজালাল টিপু, কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাসান মজুমদার, কনকাপৈত ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, বাতিসা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোতাহের মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচনী দায়িত্বশীলবৃন্দ।
এরআগে আলকরা, গুণবতী ও জগন্নাথদীঘি ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশালী সমাবেশে প্রধান অতিথি ডাঃ তাহের ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম। জামায়াত নেতা আইয়ুব আলী ফরায়েজীর সভাপতিত্বে ও ডাঃ মঞ্জুর আহমেদ সাকির পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বায়ো ফার্মা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ লকিয়ত উল্যা, ব্যবসায়ী এম সাদেক, সৈয়দ একরামুল হক হারুন, মেশকাত উদ্দিন সেলিমসহ আলকরা, গুণবতী ও জগন্নাথদীঘি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রের বিপুল সংখ্যক দায়িত্বশীলবৃন্দ।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার
মহাসড়কের কুমিল্লায় ডাকাত ও ছিনতাইকারীর আতঙ্ক
ভারতে অনুপ্রবেশের অপরাধে বাংলাদেশী যুবক আটক
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৩
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ে আলোচনা, দোয়া
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় ঘর থেকে স্ত্রী কন্যার মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
গোমতীর পাড়ে শতাধিক স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
কুমিল্লায় ব্যবসায়ীকে হত্যায় দুজনের যাবজ্জীবন ও ছয়জনের ১০ বছর করে সাজা
মহাসড়কের কুমিল্লায় ডাকাত ও ছিনতাইকারীর আতঙ্ক
কুমিল্লায় ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২