বিমান
বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের প্রেক্ষাপটে ‘জুলাই পুনর্জাগরণ
অনুষ্ঠানমালা’ তিন দিনের জন্য স্থগিত করা হয়েছে।সোমবার এক বিবৃতিতে প্রধান
উপদেষ্টার কার্যালয় এ তথ্য জানিয়েছে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী
লীগ নেতৃত্বাধীন সরকার পতনের বর্ষপূর্তি উদযাপনে ১ জুলাই থেকে দেশজুড়ে নানা
অনুষ্ঠান পালন করা হচ্ছে।
কিন্তু যুদ্ববিমান বিধ্বস্তের প্রেক্ষাপটে
সেই অনুষ্ঠান স্থগিত করল সরকার। হতাহতের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক
পালনের ঘোষণাও দিয়েছে অন্তর্র্বতী সরকার।
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে সোমবার বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়।
এতে মৃত্যু অন্তত ২০ জনের। দগ্ধ হওয়াসহ নানাভাবে আহত হন দেড় শতাধিক মানুষ।
আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর বলছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ উড়োজাহাজটি উড্ডয়নের ১২ মিনিটের মাথায় বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত
হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া
উঠতে দেখা যায়। জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার
সার্ভিসের নয়টি ইউনিট।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ
কর্মকর্তা শাহ বুলবুল বলেন, “ওই ভবনে বাচ্চাদের ক্লাস চলছিল। আগুনে ভবন
থেকে কেউ বের হতে পারেনি। অনেকেই সেখানে দগ্ধ হন।”