বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
১৬ শ্রাবণ ১৪৩২
ইউক্রেনে রাশিয়ার বিশাল হামলা
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৭:৩৬ পিএম |

ইউক্রেনে রাশিয়ার বিশাল হামলা


ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য অঞ্চলে শুক্রবার (৬ জুন) বিশাল হামলা চালিয়েছে রাশিয়া। এতে ব্যবহার করা হয়েছে কয়েকশ ড্রোন ও মিসাইল।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার নতুন হামলায় তিনজন নিহত ও অন্তত ৪৯ জন আহত হয়েছেন।
রাজধানী কিয়েভ ছাড়াও লুতৎস্ক শহর এবং তেরনোপোলি অঞ্চলে আঘাত হেনেছে রাশিয়ার ড্রোন-মিসাইল।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইউক্রেনের সন্ত্রাসী হামলার জবাবে’ এ হামলা চালানো হয়েছে। তারা দাবি করেছে, সব হামলাই হয়েছে ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে।
হামলায়  নিখুঁত আকাশ, সামুদ্রিক এবং স্থলভিত্তিক অস্ত্রের সঙ্গে অ্যাটাক ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছে তারা।
গত সপ্তাহে রাশিয়ার অন্তত চারটি বিমানঘাঁটিতে হামলা চালায় ইউক্রেন। ওই সময় রুশ বিমানবাহিনীর ৪০টির বিমানের ক্ষতি করে তারা। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, তার দেশ এ হামলার বদলা নেবে। এরপরই আজ শুক্রবার ভোরবেলা রাশিয়ার হামলায় কেঁপে ওঠে ইউক্রেন।
প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, আজকের হামলায় রাশিয়া অন্তত ৪০০ ড্রোন এবং ৪০টি মিসাইল ব্যবহার করেছে। এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। যা আরও বাড়তে পারে।
রুশ বাহিনীর হামলায় কিয়েভের একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। হামলায় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরটির ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে। রাশিয়ার সেনারা যখন হামলা চালানো শুরু করে তখন কিয়েভের হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন। যেখানে ‘ভয়ার্ত’ কয়েক ঘণ্টা পার করেন তারা।
রুশ বাহিনীর হামলার সময় কিয়েভে মেশিনগানের ব্যাপক শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, রাশিয়ার ড্রোন ভূপাতিত করতে মেশিনগান থেকে গুলি ছোড়া হয়।

সূত্র: বিবিসি












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আসন বিন্যাসের খসড়ায় কার লাভ, কার ক্ষতি
যা আছে খসড়া পুন:বিন্যাসে
সীমানা নির্ধারণে দাবি-আপত্তির সুযোগ ১১ দিন
তিতাসে ১৫ দিন যাবৎ দলিলের নকল সরবরাহ বন্ধ : ভোগান্তি দুই হাজার গ্রাহক
কুঁচিয়া বিক্রির টাকায়সংসার চলে নরেশের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মহাসড়কের কুমিল্লায় ডাকাত ও ছিনতাইকারীর আতঙ্ক
কুমিল্লায় ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার
ভারতে অনুপ্রবেশের অপরাধে বাংলাদেশী যুবক আটক
আসন বিন্যাসের খসড়ায় কার লাভ, কার ক্ষতি
বাঙ্গরায় ট্রিপল মার্ডার বিএনপি নেতা গ্রেফতার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২