কুমিল্লা স্পিনিং মিলসে বজ্রপাতের কারণে ভয়াবহ আগুন লেগে গেছে, যা স্টোর ও গুডাউনের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ঘটনায় প্রতিষ্ঠানটির প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
কুমিল্লা বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় (১০মে) শনিবার বিকাল সাড়ে ৪টায় বৃষ্টির সময় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে, যা দ্রুত স্টোর রুম এবং স্পেয়ার পার্টস গোডাউনে ছড়িয়ে পড়ে। স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা দেখতে পান যে, গোডাউন, স্টোর রুম এবং একটি ফর্ক লিফট ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (প্রশাসন ও শ্রম) শিবির আহমেদ স্বপন জানান, স্পেয়ার পার্টস, তুলা এবং অন্যান্য সামগ্রীসহ মোট ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লাখ টাকা।দেবপুর ফাড়ির ইনচার্জ সহিদুল্লাহ বলেন, বজ্রপাতের সময় আগুনের সূত্রপাত ঘটে এবং আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের উপস্থিতির কারণে ক্ষতির পরিমাণ কিছুটা কমানো সম্ভব হয়েছে।
বুড়িচং ফায়ার সার্ভিসের অফিসার কফিল উদ্দিন জানান, আমরা পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। যেখানে আগুন লেগেছে সেখানে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না, তাই বজ্রপাতের কারণে আগুন লাগার সম্ভাবনা বেশি।