শুক্রবার ১৬ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২
বজ্রপাতে কুমিল্লা স্পিনিং মিলসে আগুন, ৮০ লাখ টাকার ক্ষতি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ২:০৪ এএম |



 বজ্রপাতে কুমিল্লা স্পিনিং মিলসে  আগুন,  ৮০ লাখ টাকার ক্ষতিনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা স্পিনিং মিলসে বজ্রপাতের কারণে ভয়াবহ আগুন লেগে গেছে, যা স্টোর ও গুডাউনের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ঘটনায় প্রতিষ্ঠানটির প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। 
কুমিল্লা বুড়িচং উপজেলার দেবপুর এলাকায়  (১০মে) শনিবার বিকাল সাড়ে ৪টায় বৃষ্টির সময় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে, যা দ্রুত স্টোর রুম এবং স্পেয়ার পার্টস গোডাউনে ছড়িয়ে পড়ে। স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা দেখতে পান যে, গোডাউন, স্টোর রুম এবং একটি ফর্ক লিফট ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (প্রশাসন ও শ্রম) শিবির আহমেদ স্বপন জানান, স্পেয়ার পার্টস, তুলা এবং অন্যান্য সামগ্রীসহ মোট ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লাখ টাকা।
দেবপুর ফাড়ির ইনচার্জ সহিদুল্লাহ বলেন, বজ্রপাতের সময় আগুনের সূত্রপাত ঘটে এবং আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের উপস্থিতির কারণে ক্ষতির পরিমাণ কিছুটা কমানো সম্ভব হয়েছে।
বুড়িচং ফায়ার সার্ভিসের অফিসার কফিল উদ্দিন জানান, আমরা পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। যেখানে আগুন লেগেছে সেখানে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না, তাই বজ্রপাতের কারণে আগুন লাগার সম্ভাবনা বেশি।















সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ‘জুলাই সমাবেশ’ আজ
এ সরকারের হাতে দেশের ভূখণ্ডনিরাপদ নয়
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি অনুমোদন
দুই মাস ভেঙে পড়ে আছে ব্রিজ, চলাচলের দুর্ভোগে ১০গ্রামের মানুষ
কুমিল্লায় ঘুষ ছাড়াই নিয়োগ পেলেন ৭৫ কনস্টেবল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি অনুমোদন
কুমিল্লায় বালক- বালিকাদের সাতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন
জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা জেলার সাংগঠনিক প্রস্তুতি সভা
কুমিল্লায় কৃষি উদ্যোক্তা বাছাই কর্মশালা অনুষ্ঠিত
অসম্পূর্ণ খননে নষ্ট হচ্ছে প্রত্নসম্পদ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২