বাংলাদেশ
জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরী শাখার উদ্যোগে জুলাই-আগস্টের
গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার
(১ জুলাই) বিকেল ৫টায় কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে এ দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান।
দোয়া
মাহফিলে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর জামায়াতের
নায়েবে আমীর মোসলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, অফিস
সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মফিজুর ইসলাম
পাটোয়ারী, লুৎফর রহমান খান মাসুম, মোহাম্মদ হোসাইন এবং মহানগর
ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত।
বক্তারা শহীদদের আত্মার
মাগফিরাত কামনা করেন এবং বলেন, এ শহীদদের ত্যাগ আমাদের ন্যায়ভিত্তিক
আন্দোলনকে আরো বেগবান করবে। তারা দেশে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার
প্রত্যয় ব্যক্ত করেন।
দোয়া শেষে শহীদদের রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।